Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » প্রশ্নোত্তরে জেনে নিন ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার খুঁটিনাটি (পর্ব ৩)







ড্রাইভিং লাইসেন্স করানোর জন্য বিআরটিএ’র নিয়ম মেনে আবেদন করলেন। আবেদনের পরই পাবেন শিক্ষানবিস ড্রাইভিং লাইসেন্স। এটি পাওয়ার পর অংশ নিতে হয় দুই তিন মাসের প্রশিক্ষণ কার্যক্রমে । প্রশিক্ষণ শেষ করার পর প্রক্রিয়ার অংশ হিসেবে সব লাইসেন্স প্রত্যাশীকেই নির্ধারিত তারিখ ও সময়ে নির্ধারিত কেন্দ্রে লিখিত, মৌখিক ও ফিল্ড টেস্টে অংশ নিতে হয়। ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার প্রশ্ন ও উত্তর নিয়ে আরটিভি অনলাইনের ধারাবাহিক আয়োজনের তৃতীয় পর্ব আজ।

প্রশ্ন: সড়ক দুর্ঘটনার প্রধান কারণ কী কী?
উত্তর: ক. অত্যধিক আত্মবিশ্বাস। 
খ. মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালানো।
গ. অননুমোদিত ওভারটেকিং।
ঘ. অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন।
প্রশ্ন: গাড়ি দুর্ঘটনায় পতিত হলে চালকের করণীয় কী?
উত্তর: আহত ব্যক্তির চিকিৎসা নিশ্চিত করা, প্রয়োজনে কাছের কোনও হাসপাতালে স্থানান্তর করা এবং ২৪ ঘণ্টার মধ্যে পাশ্ববর্তী থানায় দুর্ঘটনার বিষয়ে রিপোর্ট করা।
প্রশ্ন: আইন অনুযায়ী গাড়ির সর্বোচ্চ গতিসীমা কত?
উত্তর: হালকা মোটরযান ও মোটরসাইকেলের ক্ষেত্রে ঘণ্টায় সর্বোচ্চ ৭০ মাইল, মাঝারি বা ভারী যাত্রীবাহী মোটরযানের ক্ষেত্রে ঘণ্টায় সর্বোচ্চ ৩৫ মাইল এবং মাঝারি বা ভারী মালবাহী মোটরযানের ক্ষেত্রে ঘণ্টায় সর্বোচ্চ ৩০ মাইল।
প্রশ্ন: মোটর ড্রাইভিং লাইসেন্স কী?
উত্তর: সর্বসাধারণের ব্যবহার্য স্থানে মোটরযান চালানোর জন্য লাইসেন্স কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত বৈধ দলিলই মোটর ড্রাইভিং লাইসেন্স।
প্রশ্ন: অপেশাদার ড্রাইভিং লাইসেন্স কাকে বলে?
উত্তর: যে লাইসেন্স দিয়ে একজন চালক কারও বেতনভোগী কর্মচারী না হয়ে মোটর সাইকেল, হালকা মোটরযান এবং অন্যান্য মোটরযান (পরিবহনযান ব্যতীত) চালাতে পারে, তাকে অপেশাদার ড্রাইভিং লাইসেন্স বলে।
প্রশ্ন: ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স কত ?
উত্তর: পেশাদার চালকের ক্ষেত্রে ২০ বছর এবং অপেশাদার চালকের ক্ষেত্রে ১৮ বছর।
প্রশ্ন: কোন কোন ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হবে ?
উত্তর: মৃগীরোগী, উন্মাদ বা পাগল, রাতকানা রোগী, কুষ্ঠরোগী, হৃদরোগী, অতিরিক্ত মদ্যপ ব্যক্তি, বধির ব্যক্তি ও হাত-পা চলাচল নিয়ন্ত্রণ করতে অসুবিধা হয় এমন ব্যক্তি।
প্রশ্ন: হালকা মোটরযান কাকে বলে?
উত্তর: যে মোটরযানের রেজিস্ট্রিকৃত বোঝাই ওজন ৬ হাজার পাউন্ড বা ২ হাজার ৭২৭ কেজির বেশি নয় তাকে হালকা মোটরযান বলে।
প্রশ্ন: মধ্যম বা মাঝারি মোটরযান কাকে বলে?
উত্তর: যে মোটরযানের রেজিস্ট্রিকৃত বোঝাই ওজন ৬ হাজার পাউন্ড বা ২ হাজার ৭২৭ কেজির বেশি কিন্তু ১৪ হাজার ৫০০ পাউন্ড বা ৬ হাজার ৫৯০ কেজির বেশি নয় তাকে মধ্যম বা মাঝারি মোটরযান বলে।
প্রশ্ন: ভারী মোটরযান কাকে বলে?
উত্তর: যে মোটরযানের রেজিস্ট্রিকৃত বোঝাই ওজন ১৪ হাজার ৫০০ পাউন্ড বা ৬ হাজার ৫৯০ কেজির বেশি তাকে ভারী মোটরযান বলে।
প্রশ্ন: প্রাইভেট সার্ভিস মোটরযান কাকে বলে?
উত্তর: ড্রাইভার ছাড়া ৮ জনের বেশি যাত্রী বহনের উপযোগী যে মোটরযান মালিকের পক্ষে তার ব্যবসা সম্পর্কিত কাজে এবং বিনা ভাড়ায় যাত্রী বহনের জন্য ব্যবহৃত হয় তাকে প্রাইভেট সার্ভিস মোটরযান বলে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply