Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ষড়যন্ত্র বাদ দিয়ে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান--স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম





ষড়যন্ত্র বাদ দিয়ে বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান--স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

বিএনপি নির্বাচনে না এলে মাঠ খালি পেয়ে আওয়ামী লীগ আবারো গোল দিয়ে দেবে। তাই বিএনপিকে ষড়যন্ত্র বাদ দিয়ে নির্বাচনের মাঠে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বুধবার দুপুরে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।


স্বাস্থ্যমন্ত্রী বলেন, 'ভোট দেওয়া মানুষের সাংবিধানিক অধিকার। মানুষ যাকে ইচ্ছে তাকে ভোট দিবে। কিন্তু বিএনপি বলছে তারা খালেদার মুক্তি ছাড়া ভোট দিতে দিবে না। ভোট দিতে দিবো না এই আবদার তো অসংবিধানিক আবদার। এর মাধ্যমে স্বৈরাচারিক কণ্ঠ মনে হয়। এটা গণতন্ত্রের বিরোধী কথা।'

তিনি বলেন, 'নির্বাচন হবে। সংবিধান মোতাবেক নির্বাচন হবে। দুনিয়ার কোনো শক্তি নেই নির্বাচন ঠেকাতে পারে, নির্বাচন ঠেকাতে পারবে। কোনো দিনও সম্ভব না। ২০১৪ সালে পারেন নি, এবারও পারবেন না। শুধু বলতে চাই, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে এবং নির্বাচনের রেফারি থাকবে নির্বাচন কমিশন।'

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, 'গেলো বিশ্বকাপে মেসি গোল করতে পারেন নি। এটা তো রেফারির দোষ নয়। অথচ মেসি অনেক সমর্থক রয়েছে। আর নেইমার সে তো বারবার পড়েই গেলো। এত পাতলা খেলোয়াড় কিভাবে এত নামকরা হলো বুঝতে পারলাম না। গোল করতে পারেন নি, সেটা তো তার দোষ। রেফারির কোনো দোষ নেই। সেই জন্য বিএনপিকে বলতে চাই, গোল করার জন্য প্রস্তুত হোন। যোগ্যভাবে নিজেদের গোল করার জন্য প্রস্তুত হোন। আপনারা গোল না করতে পারলে শেখ হাসিনা কিন্তু ঠিকই গোল দিয়ে দিবে। কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ।'

তিনি বলেন, 'আর ফাউল করবেন। ফাউল করলে লাল কার্ড দেখাইয়া বার করে দিবো। সুতরাং এই সব চিন্তা করেন না। কোনো লাভ হবে না। তাই কোনো ফাউল কথাবার্তা বলেন না। নির্বাচনের জন্য প্রস্তুত হোন। জনগণ যে রায় দিবে তা আমরা মেনে নিবো






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply