Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » লাইবেরিয়ার রাষ্ট্রপতি খেললেন আন্তর্জাতিক প্রীতি ম্যাচ







নাইজেরিয়ার বিপক্ষে মঙ্গলবার এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছিলেন লাইবেরিয়ার রাষ্ট্রপতি জর্জ উইয়াহ। ৫১ বছর বয়সে তিনি খেলতে নেমে সবাইকে বিস্মিত করেছেন।
গতকাল মনরোভিয়ায় ঘরের মাঠে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটিতে ২-১ গোলে পরাজিত হয়েছে স্বাগতিক লাইবেরিয়া। ম্যাচের ৭৯ মিনিটে খেলতে নেমেছিলেন ফিফার সাবেক বর্ষসেরা খেলোয়াড় উইয়াহ। ১৯৯৫ সাল প্রথম আফ্রিকান ফুটবলার হিসেবে ফিফার সর্বোচ্চ এই পুরস্কার লাভ করেছিলেন উইয়াহ।

দলের সাবেক এই তারকা ফুটবলার উইয়াহ জানুয়ারিতে দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। জাতীয় দলে উইয়াহ ১৪ নম্বর জার্সি পড়ে খেলতে নামতেন। কালকের ম্যাচের মাধ্যমে লাইবেরিয়া তাদের ১৪ নম্বর জার্সিটি উইয়াহ’র সম্মানে তুলে রেখেছে। এই নম্বর পড়ে জাতীয় দলে আর কোন খেলোয়াড় খেলতে নামবে না।
বদলী খেলোয়াড় হিসেবে মাঠে নামার সময় এসি মিলানের সাবেক এই খেলোয়াড়কে দাঁড়িয়ে অভিবাদন জানানো হয়েছে।

এভারটন থেকে ধারে গ্যালাতাসারেতে যাওয়া হেনরি ওনেকুরু নাইজেরিয়ার এগিয়ে দেবার পরে এতেবোর কর্ণার থেকে হেডের সাহার্যে সিমেয়োন নুয়ানকু দলের ব্যবধান দ্বিগুন করেন। কাপাহ শেরম্যানের স্পট কিকে শেষ দিকে এক গোল পরিশোধ করে স্বাগতিকরা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply