Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার বাছাই কার্যক্রম শুরু







‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার বাছাই কার্যক্রম শুরু হচ্ছে আজ। দুপুর ২টায় বিএফডিসিতে কার্যক্রম শুরু হবে। বিচারক হিসেবে এবার থাকবেন সংগীতশিল্পী শুভ্র দেব, মডেল ইমি ও সুজন, অভিনেত্রী তারিন ও ব্যারিস্টার ফারাবি।

এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী।

প্রতিযোগিতার নাম নিবন্ধনের কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই হঠাৎ কেন এই কার্যক্রম শুরু হচ্ছে—জানতে চাইলে স্বপন চৌধুরী বলেন, ‘সংবাদ সম্মেলন করে ঘোষণা দিইনি এবার। গতবার প্রথমবার ছিল, এ জন্য ঘোষণা দিয়েছিলাম। এবার অনলাইনে প্রচারণা করেছি। এ ছাড়া আমাদের মিডিয়া পার্টনার এটিএন বাংলায় বিজ্ঞাপন প্রচার হয়েছিল। এখনো হচ্ছে।’

এবার ৩০ হাজারের মতো প্রতিযোগী অনলাইনে নাম নিবন্ধন করেছেন বলে জানান স্বপন চৌধুরী। এর মধ্য থেকে আয়োজকরা এক হাজার ২০০ প্রতিযোগীকে বাছাই করেছেন।

এ বিষয়ে স্বপন চৌধুরী বলেন, ‘অনেকে না বুঝে নাম নিবন্ধন করেন। এবার অনেক বয়স্ক মহিলারাও নাম নিবন্ধন করেছিলেন। আমরা তাঁদের বাদ দিয়ে এক হাজার ২০০ প্রতিযোগীকে প্রাথমিকভাবে নির্বাচন করেছি। সেখানে থেকে বিচারকরা ১০০ কিংবা ১৫০ জনকে নির্বাচন করবেন। গ্র্যান্ড ফিনালের জন্য সেরা ১০ জন প্রতিযোগীকে চূড়ান্ত করা হবে।’

অক্টোবরের প্রথম সপ্তাহে গ্র্যান্ড ফিনালে করার পরিকল্পনা রয়েছে বলে জানান স্বপন চৌধুরী। তিনি বলেন, “গতবারের মতো এবার ভুল কিছু করতে চাই। অনেক যত্ন নিয়ে আয়োজন করার পরিকল্পনা করেছি। এবার বিচারক প্যানেল দুটা থাকবে। এ ছাড়া আরো কিছু নতুনত্ব আমরা রাখব। এবার মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা চীনে শুরু হবে ডিসেম্বরে। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচন করার পরও আমরা সময় পাব।”

এদিকে, এবারের প্রতিযোগিতার অন্যতম বিচারক শুভ্র দেব এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি সৌন্দর্যের পাশাপাশি মেধার দিকটা বেশি দেখব। পুরো বিচার কার্যক্রমে মেধার দিকে ফোকাস দেবো সবচেয়ে বেশি।’

গত বছর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় প্রথম বিজয়ী হিসেবে নাম ঘোষণা করা হয় এভ্রিলের। পরে এভ্রিলের বিরুদ্ধে  তথ্য গোপন রাখার  অভিযোগ ওঠে।  বাদ পড়ে যান তিনি। এরপর  বিচারকদের রায়ে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচিত হন জেসিয়া ইসলাম। চীনের সাংহাই শহরে অনুষ্ঠিত ৬৭তম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশ নেন তিনি। প্রতিযোগিতার সেরা ৪০-এ ছিলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলাম। কিন্তু সেমিফাইনাল থেকে বাদ পড়েন এই সুন্দরী। সেবার ‘মিস ওয়ার্ল্ড’ নির্বাচিত হন ভারতের মানসি চিল্লার।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply