Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » বিশ্বের শীর্ষ পাঁচটি প্রযুক্তি প্রতিষ্ঠান






গত এক দশকে নিজেদের শক্ত অবস্থানে নিয়ে গেছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। প্রতিনিয়ত নতুন সব পণ্য নিয়ে আসছে তারা। এ কারণে প্রযুক্তির ওপর মানুষের নির্ভরতাও বাড়ছে। বিশ্বজুড়ে বিস্তৃতি ঘটায় আর্থিকভাবে বেশ শক্ত অবস্থানে রয়েছে কিছু প্রতিষ্ঠান। সব মিলিয়ে শীর্ষে থাকা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো হলো-

অ্যাপল
প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে অ্যাপল। ১৯৭৬ সালের ১ এপ্রিল স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক ও রোনাল্ড ওয়াইনের হাত ধরে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। বর্তমান প্রধান নির্বাহী টিম কুক। এতে সব মিলিয়ে ১ লাখ ২৩ হাজার মানুষ কাজ করছেন। অ্যাপলের বাজার মূল্য ৮৭ হাজার ৫৩০ কোটি ডলার।

অ্যামাজন
বিশ্বের সবচেয়ে বড় অনলাইন বিক্রয়কেন্দ্র অ্যামাজন। জেফ বেজস ১৯৯৪ সালের ৫ জুলাই অ্যামাজন প্রতিষ্ঠা করেন। এতে কাজ করছে ৫ লাখ ৬৬ হাজার মানুষ। অ্যামাজনের বর্তমান বাজারমূল্য ৭১ হাজার ৯১০ কোটি ডলার।

ফেসবুক
মার্ক জাকারবার্গ, এডুয়ার্ডো সাভেরিন, অ্যান্ড্রো ম্যাককলাম ও দাস্তিন মস্কোভিতজেন্ড ক্রিস হিউজেস মিলে ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি ফেসবুক চালু করেন। যদিও ফেসবুকের নামের সাথে জাকারবার্গের নামটিই সবচেয়ে বেশি উচ্চারিত হয়। বর্তমান প্রধান নির্বাহীও তিনিই। সামাজিক এই যোগাযোগ মাধ্যমটির কর্মজীবী রয়েছে ২৫ হাজার ১০৫ জন। এর বর্তমান বাজারমূল্য ৫২ হাজার কোটি ডলার।

অ্যালফাবেট (গুগল)
অ্যালফাবেটের মালিকানায় গুগল পরিচালিত হয়। কিন্তু মানুষ অ্যালফাবেটের চেয়ে গুগলকেই বেশি চেনে। ২০১৫ সালের ২ অক্টোবর ল্যারি পেজ ও সার্গেই ব্রিনের হাত ধরে যাত্রা শুরু করে অ্যালফাবেট। বর্তমান প্রধান নির্বাহী ল্যারি পেজ। এর কর্মজীবী সংখ্যা ৭২ হাজার ৫৩ জন। অ্যালফাবেটের বর্তমান বাজারমূল্য ৭৮ হাজার ২৭০ কোটি ডলার। গত ১০ বছরে এর প্রবৃদ্ধি ৪১১ শতাংশ।

মাইক্রোসফট
১৯৭৫ সালের ৪ এপ্রিল বিল গেটস ও পল অ্যালেন মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন। এর বর্তমান প্রধান নির্বাহী সত্য নাদেল্লা। এতে ১ লাখ ২৪ হাজার মানুষ কাজ করছেন। বর্তমানে মাইক্রোসফটের বাজারমূল্য ৭২ হাজার ৪২০ কোটি ডলার। গত বছরে প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধি হয়েছে ২৩১ শতাংশ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply