Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » মেহেরপুরে নবাগত জেলা প্রশাসকের বরন ও বিদায় অনুষ্ঠান





মেহেরপুরে নবাগত  জেলা   প্রশাসকের  বরন ও  বিদায়  অনুষ্ঠান

মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক মোঃ আতাউল গনি বলেছেন সকলের সহযোগিতা নিয়ে মেহেরপুর জেলায় সরকারের কর্মকান্ড বাস্তবায়ন করতে চাই। তিনি বলেন আজ থেকে অামি মেহেরপুরের একজন। আমি চাই পিছিয়ে পড়া শিক্ষাকে সামনের দিকে এগিয়ে নিতে তিনি বলেন স্বাধীনতার সুতিকাগার মেহেরপুরে কাজ করতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। জেলা প্রশাসক  সাথে আলাপ কালে একথা বলেন। মোঃ আতাউল গনি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় তিনি সুনামগঞ্জ থেকে এস এস সি ঢাকা কলজে থেকে এইচ এস সি এবং ঢাকা বিশ্ববদ্যিালয় থেকে ইংরজেতিে স্নাতক(সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করনে। তিনি যুক্তরাজ্যরে গ্রিনিচ বিশ্ববিদ্যালয় থেকে “আর্ন্তজাতিক মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি র্অজন করনে । তাছাড়া তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইংরজেতিে এম ফিল ডিগ্রি র্অজন করনে। সম্প্রতি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইনিষ্টিটউট অব বাংলাদেশ স্টাডিস (আই বি এস) এ পিএইচডি থিসিস সম্পন্ন করনে। কর্মজীবনে তিনি ব্রামনবাড়িয়া ও কুমল্লিা জেলায় সহকারী কমশিনার, ১ম প্রথম শ্রেনীর ম্যাজিষ্টেট, দ্রুত বিচার আদালতরে ম্যাজিষ্টেটে ও বিদ্যুৎ আদালতের বিচারক হিসাবে দ্বায়িত্ব পালন করনে। পরর্বতীতে তিনি নাটরের সিংড়া ও বগুড়ার ধুনট উপজেলার ইউ এন ও হিসাবে দ্বায়িত্ব পালন করেন। এছাড়া তিনি রাজশাহী সেনানিবাসে ক্যান্টলমন্টে এক্সকিউিটভি অফিসার ও রাজশাহী জেলা প্রশাসকরে কার্যলয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে দ্বায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি বাংলাদেশ বিনিয়গ উন্নয়ন কতৃপক্ষের রাজশাহী বিভাগিয় পরিচালক হিসাবে কর্মরত ছিলেন। চাকুরি জীবনে তিনি ভারত, চীন ও ইউরোপরে বিভিন্ন দেশ ভ্রমণ করেন। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানরে জনক।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply