Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » একটি কারণে ব্যালন ডি’অর পাবেন না মেসি-রোনালদো: এমবাপে




প্রায় এক যুগ ধরে বিশ্ব ফুটবলকে শাসন করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেলে মেসি। গোল করে করিয়ে নিজে সবার থেকে সেরা হয়েছেন দুজনই। এমনকি নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে একে অপরকে ছাড়িয়ে গেছেন অনেকবার। বিশ্বের সব বড় বড় ফুটবল মহারথীদের পাশে লিখিয়ে নিয়েছেন নিজেদের নাম। যদিও ফুটবলের গেল মৌসুমটি তাদের অনুকূলে ছিল না। কয়েক দিন পরই ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অর জয়ীর নাম। তার আগে এই দুই তারকাকে নিয়ে কথা বলেছেন ফুটবলের অন্যতম সেরা ব্যক্তিগত পুরস্কারের ভাগীদার কিলিয়ান এমবাপে। ১৯ বছর বয়সী এই তরুণ গেল বছর ফ্রান্সের হয়ে অভিষেক করেন। প্রতিভাবান এই ফরোয়ার্ড ডাক পান বিশ্বকাপ স্কোয়াডে। জাতীয় দলের হয়ে ২৬ ম্যাচে এই পর্যন্ত গোল করেছেন মোট ১০টি। তার মধ্যে চারটি গোলই করেছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসরে। আর তাই বিশ্বকাপের এবারের আসরের সেরা উদীয়মান খেলোয়াড়ের মুকুটও পান এমবাপে। অন্যদিকে প্যারিস সেন্ট জামের্ইতে (পিএসজি) দ্যুতি ছড়াচ্ছেন নিজস্ব গতিতে। তার মতে এবারের ব্যালন ডি’অর থেকে একটি কারণে ছিটকে গেছেন মেসি-রোনালদো। আর সেটি হচ্ছে বিশ্বকাপ। পাঁচবার করে জয়ী মেসি-রোনালদোর এবারের পুরস্কার জয়ের বিষয়ে এমবাপে বলেন, আমার মনে হয় না তাদের মধ্যে কেউ এবারের ব্যালন ডি’অর পাবেন। কারণ হচ্ছে বিশ্বকাপ। এটা বিশ্বকাপের বছর ছিল। আর যারা সেখানে ভালো করেছে তারাই পুরস্কারটি নিজেদের করে নেবে। যদিও এমবাপের মতে এখনও বিশ্ব ফুটবলের দুই শাসকের যুগ শেষ হয়ে যায়নি। এমবাপে বলেন, বর্তমানে কেউই তাদের থেকে ভালো করছে না। আর তাদের শাসন তখনই শেষ হবে যখন এই দুজন থেকে যখন কেউ ভালো করতে পারবে। এ প্রসঙ্গে তিনি বলেন, আপনি যদি খেয়াল করে দেখেন। তাদের থেকে সেরা কেউেই নন। এবারের মৌসুম ফের সেরাদের মতোই শুরু করেছেন দুজনই। গেল মৌসুমের এই দুই মহাতারকার পারফরমেন্সের প্রসঙ্গ টেনে নিয়ে পিএসজি ফরোয়ার্ড বলেন, ইউরোপের সেরা গোলদাতা ছিলেন মেসি। অন্যদিকে রোনালদো চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি গোল করছেন। রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ড্র দিয়ে শুরু করেছিল ফ্রান্স। শেষ পর্যন্ত অপরাজিত থেকেই নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তোলেন ইউরোপের দলটি। ব্যালন ডি’ অর জয়ে নিজেকে কতটা এগিয়ে রাখছেন এমবাপে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সত্যি কথা বলতে আমি আশাবাদী। আমরা এবার সত্যি একটি বড় কিছু আদায় করে নিয়েছি। ফ্রান্স থেকেই কেউ না কেউ এই পুরস্কারটি জয় করবে আশাবাদ ব্যক্ত করে এমবাপে আরও বলেন, আমার মনে হয় যদি কোনো ফ্রেঞ্চ ফুটবলার এটি না পায় তাহলে সত্যিই এটি লজ্জাজনক হবে। আমরা ইতিহাস রচনা করেছি। আর তাই আমদেরকে এই সম্মানটা প্রদান করা হলেই ভালো হবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply