Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » চাঁদা চেয়ে বরখাস্ত এসআই






চাঁদা দাবি করে ট্রাকচালকে মারধরের অভিযোগে উপ-পরিদর্শক (এসআই) নুরে আলমকে বরখাস্ত করা হয়েছে। তিনি বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় থানায় কর্মরত ছিলেন। রোববার টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান মিঞা বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। আহত ট্রাকচালকের চিকিৎসার ব্যয়ভার গ্রহণের ঘোষণাও দিয়েছেন তিনি।



অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান মিঞা বলেন, 'ওই পুলিশ সদস্যকে তাৎক্ষণিক সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে।'

তিনি বলেন, 'টাঙ্গাইল জেলার সীমানায় কোনো পুলিশ সদস্য আর কখনোই চাঁদাবাজীর নামে হয়রানি করবে না। এরপরও যদি কোনো সদস্য এমন ঘটনা ঘটায় তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।'

স্থানীয়রা জানান, 'বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নুরে আলমের নেতৃত্বে ভোর সাড়ে ৫টার দিকে একদল পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন। এ সময় নুরে আলম বকুল নামের ওই ট্রাকচালকের কাছে ৫০০ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু চালক তা দিতে অস্বীকার করায় এসআই নুরে আলম তাকে নির্মমভাবে মারধর করেন। এতে তার চোখের নীচে ফেটে রক্তক্ষরণ হয়।'

বিষয়টি জানাজানি হওয়ার পর পরিবহন শ্রমিকরা ৪ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। সেতুর উভয় পাড়ে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।

খবর পেয়ে ঘটনাস্থলে যান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শরীফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান মিঞা, কালিহাতী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান মনিসহ অন্যান্য কর্মকর্তা ও টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি বালা মিঞাসহ শ্রমিক সংগঠনের নেতারা। পরে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের দেয়া ওই পুলিশ সদস্যের সাময়িক বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাসে অবরোধ তুলে নেন শ্রমিকরা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply