Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » অ্যাম্বুলেন্সে মাঠ ছাড়লেন ইমাম-উল-হক





তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। প্রথম ম্যাচে ৪৭ রানে হারের পর এবার ঘুরে দাঁড়িয়েছে সরফরাজ আহমেদের দল।
শুক্রবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে বিপাকে পড়তে হয় ব্ল্যাকক্যাপসদের।
শাহিন শাহ আফ্রিদির বোলিং তাণ্ডবে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৯ রান করতে সক্ষম হয় নিউজিল্যান্ড দল।
কিউইদের হয়ে সর্বোচ্চ ৮৬ রান করে অপরাজিত ইনিংস খেলেন রস টেইলর। হেনরি নিকোলাস ৩৩ রান ও ২৮ রান করেন জর্জ ওয়ার্কার।
আফ্রিদির ৪ উইকেট ছাড়াও হাসান আলী দুটি উইকেট তুলে নেন। ১টি করে উইকেট শিকার করেন মোহাম্মদ হাফিজ ও শাদাব খান।
জবাবে ব্যাট হাতে নেমে শুভ সূচনা করেন পাকিস্তানের দুই ওপেনার ইমাম-উল-হক ও ফখর জামান। দলীয় ৫৪ রানের মাথায় কিউই ফাস্ট বোলার লোকি ফার্গুসনের বল ইমামের হেলমেটে লাগে।
১২তম ওভারের প্রথম বলে মাটিতে শুয়ে পড়েন বাম-হাতি এই ব্যাটসম্যান। ফিজিওদের সাহায্যে হেটে মাঠ ছাড়লেও কিছুক্ষণ পর স্ট্রেচার করে ড্রেসিং রুম থেকে অ্যাম্বুলেন্স থেকে মাঠকে বিদায় জানাতে হয় ৩৪ বলে ১৬ রান করা ইমামকে।
ম্যাচের পরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে জানানো হয়, স্ক্যান শেষে ইমাম দলের সঙ্গে যোগ দিয়েছেন। আপাতত দলের ফিজিওর তত্বাবধানে রয়েছেন ২২ বছর বয়সী এই ব্যাটসম্যান।
ইমাম বিদায় নিলেও ফখরের সঙ্গে বাবর আজম যোগ দিয়ে গড়েন ১০১ রানের জুটি। এতেই দলের জয়ের ভিত গড়ে দেন এই দুই ব্যাটসম্যান।
৮৮ বলে ৮৮ রান করে ফিরে যান ফখর। ৫০ বলে ৪৬ রানে আউট হন বাবর।

শোয়েব মালিক ও অধিনায়ক সরফরাজ দ্রুত ফিরে গেলেও শাদাব আহমেদকে ( ১০ বলে ২ রান) সঙ্গে নিয়ে দলকে জয় উপহার দেন হাফিজ(৩১ বলে ২৭ রান)। ৪০.৩ বলে  ৪ উইকেট হারিয়ে ২১২ রান তুলে নেয় পাকিস্তান দল।
আগামী রোববার ১১ নভেম্বর তৃতীয় ও শেষ ম্যাচের জয়ীরাই সিরিজ নিজেদের করে নিতে পারবে। এর পর তিন ম্যাচের টেস্ট সিরিজ মুখোমুখি হবে দুই দল।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply