sponsor

sponsor

Slider

বিশ্ব

জাতীয়

রাজনীতি

খেলাধুলা

বিনোদন

ফিচার

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » সুখবর আসতে যাচ্ছে কি বিরুশকার পরিবারে?
 সুখবর আসতে যাচ্ছে কি বিরুশকার পরিবারে?


সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তের সঙ্গে বিবাদে জড়িয়ে বিতর্কিত হয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। সেই ভক্তকে দেশ ছেড়ে চলে যেতেও বলেছিলেন তিনি। এই বিতর্কের মধ্যেও নাকি একটা খুশির খবর এসেছে বিরাট কোহলি ও আনুশকা শর্মার পরিবারে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, আনুশকা নাকি মা হতে যাচ্ছেন।

এর জন্য নাকি আনুশকা কোনো ছবিতেই সই করছেন না। অবশ্য এ ব্যাপারে নিশ্চিত কোনো খবর পাওয়া যায়নি। আনুশকা বা কোহলি এবং তাঁদের পরিবার থেকেও কিছু বলছেন না কেউই। অবশ্য বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়ে গেছে।

অবশ্য কদিন আগে আনুশকাদের পারিবারিক গুরুর সঙ্গে দেখা করে এসেছেন এই দম্পতি। তখনই আলোচনা শুরু হয়ে যায় নতুন কোনো সুখবর আসতে যাচ্ছে কি তাঁদের পরিবারে?

বহু জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত বছর ডিসেম্বরে সাত পাঁকে বাঁধা পড়েছিলেন কোহলি-আনুশকা। অবশ্য ২০১৩ সালে একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করার সুবাদে আনুশকার সঙ্গে কোহলির ঘনিষ্ঠতা বাড়ে। এরপর বন্ধুত্ব থেকে প্রেম। এখন তা পরিণয়ে রূপ পেয়েছে।
 


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply