Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » ইউরোপের নতুন প্রতিরক্ষা পদক্ষেপের নেতৃত্বে ফরাসি প্রেসিডেন্ট




ইউরোপের সীমান্তের কাছে সামরিক কিংবা মানবিক সংকট তৈরি হলে ব্যবস্থা নিতে হবে তাড়াতাড়ি৷ সেই কারণেই ইউরোপে গড়ে তোলা হল নতুন প্রতিরক্ষা উদ্যোগ৷ ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁরের প্রচেষ্টাতেই এই উদ্যোগ নেওয়া হল৷ যার পোশাকি নাম ‘ইউরোপিয়ান ইন্টারভেনশন ইনিশিয়েটিভ’ বা EI2



মাক্রোঁ প্রায় এক বছরের বেশি সময় ধরে এমন উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা করেছেন৷ অবশেষে জার্মানি-সহ মোট দশটি দেশ এতে অংশ নিতে সম্মত হয়েছে৷ ফরাসি প্রতিরক্ষামন্ত্রক ট্যুইট করে জানিয়েছে, ইউরোপের জন্য এই ধরনের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকা দরকার৷ তা সামলাতে নতুন এই ব্যবস্থা সবসময় প্রস্তুত থাকবে বলে জানা গিয়েছে৷

একই সঙ্গে ফরাসি প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, এতে ন্যাটোর সঙ্গে নতুন কোনও সংঘাত হবে না৷ বরং ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে৷
 
প্রসঙ্গত, ফরাসি প্রেসিডেন্টের উদ্যোগ নিয়ে ইউরোপের অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন৷ কারণ, তখন ‘পেসকো’ নামে ইইউ-এর আরেকটি প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা চলছিল৷ গত বছরের ডিসেম্বরে পেসকো সংক্রান্ত চুক্তি সই হয়৷ ইইউ-এর ২৫টি দেশ তাতে সই করে৷ সদস্য দেশগুলোর মধ্যে সামরিক মহড়া ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে সহযোগিতা আদানপ্রদানই পেসকো চুক্তির লক্ষ্য৷

তবে মাক্রোঁর আসল স্বপ্ন, একটি ‘ইউরোপীয় সেনাবাহিনী’ গড়ে তোলা৷ তাঁর কথায়, তাঁদের এমন ইউরোপ দরকার যা, যুক্তরাষ্ট্রের উপর নির্ভর না করেই নিজেকে রক্ষা করতে সক্ষম হবে৷ সেই কাজে নতুন এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে৷


এদিকে এই উদ্যোগে জার্মানিকে পাশে চায় ফ্রান্স৷ অনেক টালবাহানার পর তারা এই উদ্যোগে সামিল হয়েছে৷ তবে ফ্রান্স চায় জার্মানির ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠুক এক্ষেত্রে৷






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply