Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » পরমাণু আলোচনা নিয়ে ট্রাম্পকে মেসেজ দিয়েছেন কিম





অচল হয়ে পড়া পরমাণু আলোচনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি বার্তা দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়ার সংবাদ্পত্র চোসান এলবো এ খবর দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি আজ (সোমবার) বলেছে, কিমের পক্ষ থেকে ট্রাম্পকে ‘সৌহার্দ্যপূর্ণ বার্তা’ দেয়া হয়েছে এবং শুক্রবার এ বার্তা একটি অজ্ঞাত মাধ্যমে ওয়াশিংটনের কাছে হস্তান্তর করা হয়। পত্রিকার রিপোর্টে বলা হয়েছে, পিয়ংইয়ং এবং ওয়াশিংটনের অচল হয়ে পড়া পরমাণু আলোচনার বিষয়ে ট্রাম্পকে বার্তা দেয়া হয়েছে তবে এ সম্পর্কে পত্রিকাটি বিস্তারিত কিছু বলে নি। 


সিঙ্গাপুরে বৈঠকের পর ঘোষণাপত্রে সই করেন ডোনাল্ড ট্রাম্প (ডানে) ও কিম জং উন 
গত নভেম্বর মাসে উত্তর কোরিয়া ও আমেরিকার মধ্যকার পরমাণু আলোচনা স্থগিত হয়ে যায়। সে সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং উত্তর কোরিয়ার শীর্ষ পর্যায়ের কর্মকর্তা কিম ইয়ং চোল একটি বৈঠক বাতিল করেন। এর আগে, গত জুন মাসে সিঙ্গাপুরে ট্রাম্পের সঙ্গে কিম জং উনের একটি ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক থেকে দু পক্ষ কোরীয় উপদ্বীপকে পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে একমত হন। কিন্তু এরপর আর এ বিষয়ে তেমন কোনো অগ্রগতি হয় নি।# 






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply