Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » সৈয়দপুর আন্তর্জাতিক মানের বিমানবন্দর করতে জমি অধিগ্রহণ শুরু




দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর পরিণত হতে যাচ্ছে সৈয়দপুর বিমানবন্দর। প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই শেষে এখন চলছে ৯১২ একর জমি অধিগ্রহণের কাজ। তবে, বেশি ক্ষতিপূরণ পেতে স্থানীয়রা অধিগ্রহণের জমিতে বাগানসহ নানা স্থাপনা গড়ে তুলছেন বলে অভিযোগ উঠেছে। উত্তরের ৮ জেলার সাথে আকাশপথে রাজধানীর যোগাযোগের একমাত্র মাধ্যম সৈয়দপুর বিমানবন্দর। ওই অঞ্চলে চা-বাগান, উত্তরা ইপিজেড, বড়পুকুরিয়া কয়লা খনি, মধ্যপাড়া পাথর খনি থাকায় গুরুত্ব পেয়েছে বিমানবন্দরটি। বাংলাদেশ বিমানসহ প্রতিদিন অন্তত ১১টি বিমান ঢাকা-সৈয়দপুর রুটে চলাচল করছে। ২০১৭ সালের জুনে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ঘোষণা দেয় সরকার। প্রকল্পটির সম্ভাব্যতা যাচাই শেষে এখন নীলফামারী অংশে ৫৯৬ ও দিনাজপুর অংশে ৩১৬ একর জমি অধিগ্রহণের কার্যক্রম চলছে। পাশাপাশি বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন ও উড়োজাহাজ রাখার হ্যাঙ্গার নির্মাণের কাজ শুরু হয়েছে। এদিকে বেশি টাকা পেতে বিমানবন্দরের অধিগ্রহণের জমিগুলোতে ঘর-বাড়ি, পুকুর ও গাছের বাগান তৈরি শুরু করেছে স্থানীয়রা। তবে প্রকৃত জমির সঠিক দাম পাওয়ার আশা করছেন মালিকরা। জমি অধিগ্রহণে নিয়ে যেকোন আর্থিক অনিয়ম রোধে সতর্ক থাকার কথা জানিয়েছেন প্রকল্প কর্মকর্তারা। সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক মানের হলে উত্তরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply