Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » বোলারদের ‘বিরাট’ হুংকারে এগিয়ে ভারত




অ্যাডিলেড: জমে গেল ডুয়েল৷ ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের দ্বিতীয় দিন ভারতের জন্য একেবারে পিকচার পারফেক্ট৷ দিনের শুরুটা ফিঞ্চের উইকেট ছিটকে দিয়ে আর শেষবেলায় নতুন বলে কামিন্সকে ফেরালেন বুমরাহ৷ গোটা দিনে অজিদের ব্যাটিং ইনিংসে থাবা বসিয়ে সাতটি উইকেট পেয়েছে ভারত৷ খরচ ১৯১ রান৷ ভারতের প্রথম ইনিংস থেকে টিম পেইনের নয়া অস্ট্রেলিয়া এখনও পিছিয়ে ৫৯ রানে৷ ব্যাটিংয়ে স্মিথ-ওয়ার্নারের অভাবটা ভালই বুঝতে পারল অজিরা৷ কোহলি অ্যান্ড কোংয়ের দাপুটে বোলিং কিন্তু হাড্ডাহাড্ডি লডা়ইয়ের ইঙ্গিত দিয়ে গেল৷ দিনের শেষ সেশনে ট্রাভিস হেডের ৬১-রানের লডা়ই না থাকলে আরও আগেই গুটিয়ে যেতে পারত পেইনদের ইনিংস৷ অ্যাডিলেডে প্রথম দিন শতরান করে ভারতকে দেড়েশা রানের গণ্ডিতে পৌঁছে দিয়েছিলেন চেতেশ্বর পূজারা৷ সৌরাষ্ট্রের ব্যাটসম্যানের শতরানকে এদিন যোগ্য সম্মান দিল ভারতীয় বোলিংব্রিগেড৷ দুটি করে উইকেট পেয়েছেন ইশান্ত ও বুমরাহ৷ এর আগে দিনের শুরুতে তিন উইকেট তুলে নিয়ে জোড় ধাক্কা দেন অশ্বিন৷ দক্ষিণী স্পিনারের শিকার হয়ে সাজঘরে ফিরে যান হ্যারিস, খোয়াজা, মার্সরা৷ খোয়াজাকে ২৮ রানে উইকেটের পিছনে পন্তের হাতে দস্তানাবন্দি করান অশ্বিন৷ তাঁর আগে চলল একপ্রস্ত স্লেজিং৷ মাটি কামড়ে ব্যাটিং করার সময় উইকেটের পিছন থেকে খোয়াজাকে টিপ্পনি কাটেন পন্ত৷ স্টাম্প মাইকে ধরা পড়েছে, খোয়াজাকে টিপ্পনি কেটে পন্ত বলেন, ‘সবাই কিন্তু পূজারা নয়!’সত্যিই ট্রাভিস হেডকে বাদ দিলে অজি শিবিরে কেউই এদিন ব্যাট হাতে পূজারার মতো ধৈর্য্য দেখাতে পাররেননি৷ শন মার্স ফিফ্ট স্টাম্পের বল তাড়া করতে গেলে বল ব্যাটের কানায় লেগে উইকেট ছিটকে দেয়৷ বাকিদের মধ্যে ওপেনার হ্যারিস২৬ আর হ্যান্ডসকম্ব ৩৪ রান করেছেন৷ তৃতীয় দিনে অজি শেষ তিন উইকেট দ্রুত তুলে নিতে পারলে ম্যাচে জাঁকিয়ে বসার সুযোগ পাবে কোহলিব্রিগেড৷






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply