Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » ‘প্রাক্তন’ দ্রোণাচার্য শংকরলালের জন্য মন ভারি সনির






 ‘আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে৷ কিছুই কি নেই বাকি!’ নেরোকাকে হারিয়ে তিন পয়েন্ট ঘরে তোলার দিন যুবভারতীর বাইরে দাঁড়িয়ে এই কথাগুলোই কি বলে গেলেন সনি৷ বিচ্ছেদের পর ওদের সম্পর্কটা যে আজ ‘প্রাক্তন’!

আরও পড়ুন- কোন মন্ত্রে চাকা ঘুরল বাগানে

Advertisement


সপ্তাহ ঘুরতেই বাগানের আকাশের কালো মেঘ সড়ে নতুন সূর্যোদয় হয়েছে৷ গত রবিবার ঘরের মাঠে কাশ্মীরের বিরুদ্ধে হারের পরই সাতদিনে সাতরঙা বাগান! কোচ বদল, নতুন কোচের তড়িঘড়ি আগমন৷ দল নিয়ে নেমে পড়া৷ মিনার্ভা পরীক্ষায় পাশ, ডার্বির আগে নেরোকাকে হারিয়ে আত্মবিশ্বাসের প্যাডালে চাপ দিয়ে সূচকটা উপরের দিকে তুলে নেওয়া৷ খালিদ জমানার সব ভালোর বাগানে এখন যেন অগ্রিম বসন্ত৷ মাঠ হোক বা ফেসবুক, বাগান সমর্থকদের গলায় এখন একটাই স্লোগান৷ ‘গোল করবে সনি, আর গোল বাঁচাবে শিল্টন৷’

ত্রাতা সনিকে ঘিরে ফের সেলফি তোলার ভিড় যখন বাড়ছে তখন প্রাক্তন কোচকে ধন্যবাদ জানাতে ভুললেন না হাইতিয়ান৷ নেরোকাকে হারিয়ে মোহনবাগানের প্রাক্তন কোচ শংকরলালকে স্মরণ ম্যাজিশিয়নের৷


ফাইল চিত্র
আরও পড়ুন- সনির গোলে নেরোকা ‘বধ’ বাগানের

সনি খেললে ম্যাচ জেতে বাগান৷ সপ্তাহ খানেক আগেও স্লোগানটা হারিয়ে যেতে বসেছিল৷ চোটের কারণে দিনের পর দিন দলে না থাকা৷ সমর্থকদের সনি মোহে অনেকটাই ভাঁটা পড়েছিল৷ সোশ্যাল মিডিয়া জুড়ে চোটগ্রস্ত সনিকে নিয়ে গ্রুপে গ্রুপে তখন শুরু তুমুল সমালোচনা৷

সেই কঠিন সময়েই পাশে ছিলেন প্রাক্তন৷ সনি নিজেই বলছেন সেকথা৷ সেজন্যই সুখের দিন প্রাক্তন কোচ শংকরলালকে ধন্যবাদ জানাচ্ছেন নর্ডি৷ সেই সঙ্গে ম্যাচ জিতে সনি এদিন শুনিয়ে গেলেন, ‘চোটের পর হতাশ ছিলাম৷ সবাই যখন মুখ ফিরিয়ে নিয়েছিল শংকলাল পাশে ছিলেন৷ আজকের সনির কামব্যাকে শংকরের অবদান অনেক৷’ সনি আরও বলেন, ‘শংকর জমানায় সব কিছু করেও গোলটা আসছিল না, ভাগ্যদেবী সহায় হলে লিগে আমরা অনেকটাই এগিয়ে যেতে পারতাম৷’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply