Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » বিরাটের সংসারে নতুন অতিথি নাইট ব্যাটসম্যান







দিন কয়েক আগে কলকাতায় খেলতে এসে ২০১৯ সালে জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর টার্গেটের কথা শুনিয়েছিলেন৷ সুযোগটা এক তাড়াতাড়ি আসবে সেটা হয়ত আন্দাজ ছিল না নাইট রাইডার্সের তরুণ তুর্কির৷

আরও পড়ুন- কোন মন্ত্রে চাকা ঘুরল বাগানে


২৩ জানুয়ারি থেকে শুরু হতে চলা নিউজিল্যান্ড সফরের পাঁচ ওয়ান ডে ও  তিন টি-টোয়েন্টি ম্যাচের জন্য ডাক পেলেন তরুণ ব্যাটসম্যান শুভমন গিল৷ ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত ধরা হচ্ছে তাঁকে৷ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের টুর্নামেন্ট সেরা হওয়ার সুনাম রয়েছে৷ এবার বিরাটের সংসারে ঢুকে পড়ে অভিষেকের অপেক্ষায় শুভমন৷

কলকাতায় রঞ্জি খেলে গিয়েছেন৷ কয়েকদিনেই জাতীয় দলে ডাক আসবে প্রত্যাশা ছিল না৷ তবে সুযোগ এল রাহুলের বেফাঁস কীর্তিতে৷ জনপ্রিয় এক টিভি শো’য়ে মহিলাদের নিয়ে লাগামছাডা় রুচিহীন মন্তব্য করে বসেন হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল৷ করন জোহারের জয়প্রিয় সেই চ্যাট শো’য়ের শর্তই ছিল খুল্লামখুল্লা ইন্টারভিউ দিতে হবে৷ এতেই মুখের লাগাম খুইয়ে বেফাঁস সব মন্তব্য করে বসেন দুই ক্রিকেটার৷ যা মুহূর্তেই ভাইরাল হতে দুই ক্রিকেটারের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি উঠেছে৷

আরও পড়ুন-  রিচার্ডসের রেকর্ড ভাঙলেন ‘রো-হিট’

আপাতত দুই ক্রিকেটারকে সাসপেন্ড করেছে বোর্ড৷ মনে করা হচ্ছে আইপিএল ও বিশ্বকাপ ভাবনা থেকেও ছিটকে যেতে পারেন দুই ক্রিকেটার৷ পরিবর্ত ক্রিকেটারের খোঁজ চলছিলই, লোকেশ রাহুলের পরিবর্তে বিরাটের দলে যোগ দিতে চলেছেন শুভমন৷



চলতি রঞ্জিতে ব্যাট হাতে স্বপ্নের ফর্মে পঞ্জাব তনয়৷ গত মাসেই তামিলনাড়ুর বিরুদ্ধে রঞ্জিতে ইনিংসে ২৬৮ রান হাঁকিয়েছেন,পরে হায়দরাবাদের বিরুদ্ধে রয়েছে ১৪৮ রানের ইনিংস৷ রঞ্জির দশ ইনিংসে শুভমনের নামের পাশে ৭৯০ রান রয়েছে৷ সেই সুবাদেই সীমিত ওভারে ক্রিকেটে এবার ডাক এল ১৯ বছরের ব্যাটসম্যানের৷ তবে অস্ট্রেলিয়ার বাকি দুই ওয়ান ডে’র জন্য নয়, সরাসরি নিউজিল্যান্ড সফর থেকে টিমের সঙ্গে থাকবেন শুভমন৷



আরও পড়ুন- সনির গোলে নেরোকা ‘বধ’ বাগানের

আর হার্দিকের পরিবর্তে জাতীয় দলে ডাক পেলেন বিজয় শংকর৷ টি-টোয়েন্টিতে দেশের হয়ে অভিষেক হলেও ওয়ান ডে ফর্ম্যাটে সুযোগের অপেক্ষায় তরুণ এই অল-রাউন্ডার৷ পরিবর্ত হিসেবে এই দুই ক্রিকেটারে আস্থা রাখলেন নির্বাচকরা৷

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দিচ্ছেন বিজয়৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ওয়ান ডে দলেও থাকছেন তরুণ অল-রাউন্ডার৷ কিউয়িদের দেশে টি-টোয়েন্টি সিরিজে অবশ্য তাঁকে রাখা হয়নি৷ অন্যদিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ও টি-টোয়েন্টি দুই সিরিজেই কোহলির ড্রেসিংরুমের নতুন মুখ হতে চলেছেন শুভমন৷ শেষ মরশুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন তরুণ ব্যাটসম্যান৷






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply