Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » গেইলের সঙ্গে ওপেন করে শুরুতেই ফিরলেন মাশরাফি







মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩তম ম্যাচে মাঠে নেমেছে রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস।
আজ রোববার টস জেতার পর রাজশাহীকে ব্যাট করতে পাঠায় বর্তমান চ্যাম্পিয়ন রংপুর।
কিংসরা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রান সংগ্রহ করে। জবাবে রাইডার্সদের নিয়মিত ওপেনার ক্রিস গেইলের সঙ্গে চমক দিয়ে ওপেনার হিসেবে ব্যাট করতে নামেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
যদিও প্রথম ওভারেই দুই বল খেলে কামরুল ইসলাম রাব্বির বলে উইকেটরক্ষক জাকির হাসানের হাতে ক্যাচ দিয়ে কোনো রান না করেই ফেরেন মাশরাফি।
এর আগে ৩৬ বলে ৪২ রান করেন রাজশাহীর জাকির হাসান। অন্যদিকে পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ২৯ বলে ২৬ রান করেন।
রংপুরের হয়ে দুটি করে উইকেট তুলে নেন মাশরাফি ও ফরহাদ রেজা। একটি করে উইকেট শিকার করেন শফিউল ইসলাম, সোহাগ গাজী।
রাজশাহীর হয়ে ফজলে রাব্বির বদলে এদিন মাঠে নামছেন কামরুল হাসান রাব্বি। আফগানিস্তানের কাইস আহমেদকে বাদ দিয়ে এদিন সুযোগ দেয়া হয়েছে নেদারল্যান্ডসের অভিজ্ঞ অলরাউন্ডার রায়ান টেন ডেসকাটে।
অন্যদিকে মেহেদী মারুফের জায়গায় দলে সুযোগ করে নিয়েছেন বাংলাদেশি স্পিনিং অলরাউন্ডার নাহিদুল ইসলাম।
রংপুর রাইডার্স একাদশ
ক্রিস গেইল, রিলে রুশো, মোহাম্মদ মিঠুন, রাবি বোপারা, বেনি হাওয়েল, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ফরহাদ রেজা, নাহিদুল ইসলাম, সোহাগ গাজী, নাজমুল ইসলাম অপু ও শফিউল ইসলাম।
রাজশাহী কিংস একাদশ
মুমিনুল হক, সৌম্য সরকার, মোহাম্মদ হাফিজ, রায়ান টেন ডেসকাটে, লরি ইভেনস, মেহেদী হাসান মিরাজ, জাকির হাসান, ইসুরু উদানা, রায়ান টেন ডেসকাটে, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply