Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » ইতালিয়ান তরুণকে মনে ধরেছে জিজুর




ইতালিয়ান তরুণকে মনে ধরেছে জিজুর মাত্র ১০ মাসের ব্যবধানে রিয়াল মাদ্রিদের বাজে ফর্ম আবার তাকে ফিরিয়ে এনেছে সান্টিয়াগো বার্নাব্যুতে। চলতি সপ্তাহে জিদানকে দ্বিতীয়বার রিয়াল মাদ্রিদে কোচ করে রিয়াল। কোচ হয়ে দ্বিতীয় পর্ব জয় দিয়েই শুরু করেছেন তিনি। শনিবার ঘরের মাঠে সেলটা ভিগোকে হারায় তার শিষ্যরা। চ্যাম্পিয়ন্স থেকে আগেই বিদায়। এই মুহূর্তে লিগ তালিকায় তৃতীয় স্থানে তারা। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে অনেকটাই পিছিয়ে। ফলে প্রথম চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স নিশ্চিত করতে চান জিদান। এখন থেকেই দল তৈরিতে মনোনিবেশ করেছেন তিনি। জিদান ফেরার পরই স্প্যানিশ মিডিয়া খবর দেয়, তাকে ফিরিয়ে রিয়াল সভাপতির চোখ সেই ফ্রান্সই। জোড়া টার্গেট করেছেন তিনি। জোড়া টার্গেট বলতে কাইরিয়ান এমবাপেও নেইমারের কথা বলা হয়েছিল।

সঙ্গে বলা হয়েছিল জিদানের পছন্দ এবং চাহিদা মতো খেলোয়াড় আনা হবে ক্লাবে। তিনদিনের মাথায় সেই কথার প্রমাণ পাওয়া যায়। অনেক অর্থ খরচ করে একদিন আগেই পোর্তোর ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডের মিলিটাওকে কিনে ফেলেছে লস ব্লাঙ্কোসরা! চুক্তি হয়েছে ছয় বছরের। এখন থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত রিয়ালের জার্সি গায়ে চাপানোর সুযোগ পাবেন ২১ বছর বয়সী ডিফেন্ডার। সেই তালিকায় যোগ হয়েছেন ইতালি তথা এএস রোমার তরুণ ফুটবলার নিকোলো জানিয়েলো। ১৯ বছর বয়সী এই মিডফিল্ডার ইতিমধ্যেই নজর কেড়েছেন রোমার হয়ে। ফুটবল ইতালিয়ার খবর অনুযায়ী, জিদানের দল ৬ কোটি পাউন্ডের দর রাখতে পারে ইতালিয়ান ফুটবলারের জন্য। তরুণ ইতালিয়ান ফুটবলার হিসাবে চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচে দুটি গোল করে নজর কেড়েছেন নিকোলা। পোর্তোর বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচে। জাতীয় দলেও স্থান পেয়েছেন






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply