Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » বাংলাদেশি প্রত্যক্ষদর্শীর বর্ণনায় আল-নূর মসজিদের হামলা






নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নূর মসজিদে যখন হামলা হয়, তখন বাংলাদেশি আফসানা আক্তার রিতু মসজিদের ভেতরেই ছিলেন।

আফসানার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। এক বছর আগে তার বিয়ে হয় নিউজিল্যান্ড প্রবাসী এক বাংলাদেশির সঙ্গে। নয় মাস আগে তিনি দেশ ছেড়ে নিউজিল্যান্ডে যান। আল নূর মসজিদ থেকে তাদের বাসা মাত্র এক মিনিটের পথ।



বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে আফসানা আক্তার রিতু সেই ভয়াবহ হামলার বিবরণ দিয়েছেন।

বাসার কাছেই যেহেতু মসজিদ, তাই প্রতিদিন সেখানে নামাজ পড়তে যেতেন আফসানা। ঘটনার সময় তারা তিনজন বাংলাদেশি নারী একসঙ্গে ছিলেন।

তিনি বলেন, আমরা মসজিদের ভেতরে ছিলাম। হঠাৎ করে একটা শব্দ পাই। আমরা শব্দ শুনে দৌড়াদৌড়ি করে বাইরে আসি।


আফসানা বলেন, যারা গুলি করছিল, তারা প্রথম নারীদের রুমে আসেনি, তারা প্রথম গিয়েছিল পুরুষদের রুমে। আমরা তিনজন বাংলাদেশি এক সঙ্গে ছিলাম। তিনজনই একসঙ্গে দৌড় দেই। আমাদের বাসা একদম মসজিদের পাশে। বাসায় আসতে এক মিনিট লাগে। গোলাগুলির শব্দ শুনে আমরা দৌড়ে বাসার দিকে আসি। কিন্তু বাসার চাবি, জুতা এইগুলা মসজিদে রেখে আসছি। জান বাঁচানোর জন্য পালিয়ে আসি।

তারা যে তিনজন একসঙ্গে ছিলেন, তাদের মধ্যে একজনের পায়ে গুলি লাগে। পরে তাকে অ্যাম্বুলেন্স এসে হাসপাতালে নিয়ে যায়।



আফসানা জানান, যে ব্যক্তি গুলি করছিল, তাকে দেখেননি তিনি। আমরা ভয়ে পেছনে তাকাইনি।

এই ঘটনার পর আফসানা এখন রীতিমত আতঙ্কে আছেন। অথচ নিউজিল্যান্ডে তার গত নয় মাসের অভিজ্ঞতা ছিল একেবারই অন্যরকম।

তিনি বলেন, বাংলাদেশে থাকতেই আমি জানতাম, নিউজিল্যান্ড বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশগুলোর একটি। অনেক নিরাপদ। এ পর্যন্ত কোনদিন কোনও সমস্যা হয়নি।

কিন্তু শুক্রবারের এই ঘটনা তাকে ভীষণ আতঙ্কগ্রস্ত করে তুলেছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply