Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » ধারের ‘মালে’ ঘর টেঁকে না বলে মমতা’কে খোঁচা সোমেন মিত্রে’র




স্টাফ রিপোর্টার, কলকাতা: ‘‘ধার করা মাল নিয়ে ঘর তৈরি করলে সেই ঘর টিকবে না৷’’ তৃণমূল কংগ্রেসের বিধায়ক অর্জুন সিংয়ের বিজেপিতে যোগ দেওয়ার পর এভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র৷ আরও পড়ুন: অর্জুন’কে ‘গদ্দার’ না বলতে চেয়ে জল্পনা বাড়ালেন মুকুল পুত্র শুভ্রাংশু বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির সদর দফতরে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং৷ বিজেপিতে যাওয়ার আগে দিল্লিতে মুকুল রায়ের সঙ্গে বৈঠক করেন অর্জুন৷ মুকুলের বাড়িতেই সেই বৈঠক হয়৷ সেখাই থেকেই সরাসরি বিজেপির সদর দফতরে যান মুকুল-অর্জুন দুজনেই৷ সেখানেই দিদি মমতার সঙ্গে অর্জুনের রাজনৈতিক বিচ্ছেদ হয়৷ এরপরই তৃণমূল সুপ্রিমোকে তীব্র কটাক্ষ করে সোমেন মিত্র বলেন, ”দল ভেঙে আসা মাল নিয়েই তো তৃণমূল। উনি তো কংগ্রেস ভেঙে ছিলেন। কোন মুখে নীতির কথা বলছেন। ধার করা মাল নিয়ে ঘর তৈরি করলে ঝড় এলে সেই ঘর টিকবে না। তৃণমূল দলটাই ধার করা। অন্যের ঘর ভাঙালে মনে রাখতে হবে আমার ঘরও ভাঙতে পারে। বিজেপির থেকেও খারাপ দল তৃণমূল”। অর্জুন সিং-এর বিজেপিতে যোগ দেওয়ার পরে নিজের ফেসবুক পেজে মমতাকে খোঁচা দিয়েছেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী। তিনি লিখেছেন, “যে রাজনৈতিক নোংরা খেলায় ‘দিদি’ কংগ্রেস দল ভাঙলো, সেই একই খেলায় ‘দিদি’র দল ভাঙছে বিজেপি।” একই সঙ্গে তিনি আরও লিখেছেন, “আমি অনেক আগে বলেছিলাম যে ‘দিদি’কেও একদিন একই খেলার শিকার হতে হবে। History repeats itself বলবো না, বলবো Poetic Justice।” আরও পড়ুন: অষ্ট প্রহর নীতি নিয়ে ‘একলা চলা’র বার্তা প্রদেশ কংগ্রেসের তৃণমূল ঘর ভাঙিয়ে প্রস্তুতি পোক্ত করছে গেরুয়া শিবির৷ অন্যদিকে, বাম কংগ্রেস জোট বিশ বাঁও জলে৷ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে মুকে আদর্শের কথা বলে অপার আনন্দের খোঁজে সোমেন, অধীররা৷






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply