Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে একলাই লড়বে কংগ্রেস




লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে গড়াল না বাম-কংগ্রেস জোটের চাকা। রাজ্যে বাম-কংগ্রেস জোট সমঝোতা হল না। জোটের সম্ভাবনায় সম্পূর্ণরূপে জল ঢেলে দিয়ে লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে একলা লড়ার-ই সিদ্ধান্ত নিল কংগ্রেস। সূত্রে খবর, আজ প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা হয় দিল্লি হাইকম্যান্ডের। সেখানেই রাজ্যে একলা লড়ার বিষয়ে সবুজ সংকেত দেন রাহুল গান্ধী। ফলে রাজ্যের ৪২টি আসনেই প্রার্থী দিতে চলেছে কংগ্রেস। জানা গিয়েছে, আগামিকাল সোমবার-ই দিল্লি উড়ে যাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। প্রথমে শুরুর ৩ দফার প্রস্তাবিত প্রার্থী তালিকা নিয়ে কাল দিল্লিতে আলোচনা হবে। প্রথম ৩ দফার প্রার্থী তালিকা আগে ঘোষণা করা হবে। তারপর বাকি ৪ দফার। আরও পড়ুন, 'গরমে কষ্ট নেই'... ভোটপ্রচারে শুধু একটাই আবদার মিমির! প্রসঙ্গত, বৃহস্পতিবার প্রার্থী তালিকা প্রকাশ করেছে সিপিআইএম। সিপিআইএম-এর প্রার্থী তালিকা প্রকাশের পরদিন শুক্রবার কংগ্রেসের সভায় দুটো শব্দ-ই বার বার ঘুরে ফিরে নেতাদের আলোচনায় উঠে আসে। "অপমানিত। বিশ্বাসভঙ্গ।" কালকের বৈঠকেই একপ্রকার ঠিক হয়ে যায়, সিপিএমের সঙ্গে জোট নয়। বরং রাজ্যে একা লড়াই করুক কংগ্রেস। বৈঠকে সিপিএম তথা বামেদের ভূমিকার কড়া সমালোচনা করেন দীপা দাশমুন্সি। আরও পড়ুন, ভিডিয়ো: লোকসভার লড়াইয়ে দলীয় কর্মীদের তাতাতে নাচ কল্যাণ ব্যানার্জির শুভঙ্কর সরকার বলেন, ''রাহুল গান্ধী নিজে হস্তক্ষেপ করেছিলেন। তার পরেও রাজ্যে সিপিএম নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্বের কথা না শুনে আমাদের অপমান করে চলেছে।" পরিশেষে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র জানান, রাজ্য নেতাদের মতামত দিল্লিকে রাতেই জানিয়ে দেবেন তিনি। তারপর দিল্লি যা সিদ্ধান্ত নেবে, সেটাই গ্রহণ করা হবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply