Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » রোনালদোর সঙ্গে জুভদের বাজি কিনও




তিনি তুরিনে চলে এসেছেন মৌসুমের শুরুতেই। তারপরেও মাদ্রিদে তাকে নিয়ে আলোচনা অব্যাহত। সোমবারই রিয়াল মাদ্রিদের এক প্রেস মিটে কোচ জিনেদিন জিদান বলেছেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদোর বদলি পাওয়া সম্ভব নয়।’ এত দিনে সেই উপলব্ধি নিশ্চয়ই হয়েছে জুভেন্টাস কোচ মার্সিমিলিয়ানো আলেগ্রিরও। সদ্য শনিবারই রোনালদোহীন জুভকে এসপিএলের কাছে হারতে হয়েছে লিগ ম্যাচে। যে ম্যাচে এক পয়েন্ট পেলেই মঙ্গলবার তারা আয়াক্সের বিরুদ্ধে নামত সিরি আ চ্যাম্পিয়ন হয়ে। আপাতত তা পিছিয়ে গেছে। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারের দরজা খুলতে পারে মঙ্গলবারই। বিশ্রাম নিয়ে আরও তরতাজা হয়ে যে ফিরছেন রোনালদো। আয়াক্সের বিরুদ্ধে জুভেন্টাসের অসুবিধা, প্রথম লেগ জিততে না পারা। আর সুবিধা, আর্মস্টারডামের ম্যাচ ১-১ ড্র রেখে আসা। তুরিনে জুভরা জিতলেই শেষ চারে। এমনকি ০-০ ড্র করলেও সেমিফাইনালের টিকিট পাবেন রোনালদো-দিবালারা। বিজ্ঞাপন বিজ্ঞাপন কিন্তু প্রতিপক্ষ আয়াক্স বলেই সতর্ক থাকতে চাইছেন জুভ ফুটবলাররা। গোলকিপার উজসিচ সজেনি যেমন। প্রথম লেগে বারবার তাকে সামলাতে হয়েছে আয়াক্সের অ্যাটাক। তার কথায়, ‘আয়াক্স প্রতিপক্ষ হিসেবে বেশ কঠিন। তারা যথেষ্ট আক্রমণাত্মক দল।’ আয়াক্স দল ভরপুর তারুণ্যে। ফ্রেঙ্কি ডি জং, মাথিস ডি লিংট, ডেভিড নেরেসদের সৌজন্যে এরিক টেন হাগের দল যেমন দৌড়াচ্ছে, তেমনই পাসিং ফুটবল খেলছে। সঙ্গে তাদিচ-জিয়েখদের মতো ফুটবলার যারা যেকোনও মুহূর্তে দূর থেকে শট নিতে পারেন। ডাচ দলের তারুণ্যের জবাব জুভেন্টাস দিতে পারে ময়েস কিনের মাধ্যমে। সিরি আ-তে আগের ম্যাচে দল হারলেও কিন তার টানা চতুর্থ গোলটি করেছেন ওই ম্যাচে। যেদিন থেকে সিরি আ-তে এক ম্যাচে তিন পয়েন্ট চালু হয়েছে, তারপর সবচেয়ে কমবয়সী তরুণ হিসেবে কিন টানা চার ম্যাচে গোল করার রেকর্ড গড়েন। মারিও বালোতেল্লি ২০০৯ সালে গোল করেছিলেন টানা তিন ম্যাচে। রোনালদো দলে থাকা সত্ত্বেও কিন নিজের জাত চিনিয়েছেন। জুভেন্টাস সমর্থকদের মধ্যে ভরসার জায়গাও তৈরি করে ফেলেছেন কিন। আয়াক্সের বিরুদ্ধে জুভের বাজি রোনালদোর পাশাপাশি কিনও।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply