Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » নৌযান শ্রমিকদের কর্মবিরতি স্থগিত




নৌযান শ্রমিকদের কর্মবিরতি স্থগিত সরকারের আশ্বাসে নৌযান শ্রমিকদের কর্মবিরতি স্থগিত করেছে নৌ-যান শ্রমিক ফেডারেশন। মঙ্গলবার (১৬ এপ্রিল) বৈঠকে এই সিদ্ধান্ত জানান ১১ দফা দাবিতে আন্দোলনরত শ্রমিক সংগঠনের নেতারা। শ্রমিকদের দাবি ৪৫ দিনের মধ্যে মেনে নেয়ার আশ্বাস দিয়েছে মন্ত্রণালয়। এরই মধ্যে সব ধরনের নৌযান চলাচল শুরু হয়েছে। শ্রমিকদের ভাতা পুনঃনির্ধারন, কর্মস্থলে নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ, চাঁদাবাজি বন্ধসহ ১১ দফা দাবিতে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের নেতৃত্বে সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতি শুরু করে ৮টি সংগঠন। এ অবস্থায় শ্রম অধিদপ্তরে মঙ্গলবার বিকেল থেকে বৈঠকে বসেন, মালিক-শ্রমিক ও সরকার পক্ষ। দীর্ঘ আলোচনার পর মধ্যরাতে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেয়া হয়। শ্রমিকদের দাবি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরকে অবহিত করার কথা জানান শ্রম অধিদপ্তরের মহাপরিচালক। শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম মিজানুর রহমান বলেন, 'ঐকমত সিদ্ধান্ত প্রেক্ষিতে বাংলাদেশ নৌযান ফেডারেশন কর্তৃক ঘোষিত চলমান বিরতি বা ধর্মঘট স্থগিত করা হলো।' বৈঠক শেষে শ্রমিকদের কর্মস্থলে ফেরার আহ্বান জানান শ্রমিক নেতারা। শ্রমিকদের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছেন মালিকপক্ষও। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম বলেন, 'আমরা নৌযান সেক্টরের সকল শ্রমিককে এখন থেকে স্ব স্ব কাজে নিয়োজিত হতে অনুরোধ জানাচ্ছি। একই সাথে নৌযান শ্রমিক কর্তৃক আহত কর্মবিরতি স্থগিত ঘোষণা করছি।'






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply