Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » আইপিএল ২০১৯ -এ ভেঙে গেল যে সব রেকর্ড




১) আলজারি জোসেফ, ১২/৬- আইপিএল টুর্নামেন্টের বোলিংয়ের সব রেকর্ড ভেঙে দিয়েছেন আলজারি জোসেফ৷ আইপিএল অভিষেকে উপ্পলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১২ রান খরচ করে ৬ উইকেট তুলে নেন ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি৷ এর আগে আইপিএলের প্রথম মরসুমে ২০০৮ সালে ১৪ রানে ৬ উইকেট তুলে নিয়েছিলেন পাকিস্তানের বাঁ-হাতি পেসার শোহেল তানভির৷ এতদিন সেটাই ছিল আইপিএলের ইতিহাসে সর্বকালীন সেরা বোলিং স্পেল৷সেই রেকর্ড ভেঙে চলতি বছর নতুন কীর্তি গড়লেন আলজারি৷ ২) অধিনায়ক ধোনির ১০০তম আইপিএল ম্যাচ জয়- অধিনায়ক হিসেবে নতুন কীর্তি গড়লেন ধোনি৷ চলতি বছর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ জিতে নেতা হিসেবে টুর্নামেন্টে ১০০ম্যাচ জয়ের নজির গড়লেন ক্যাপ্টেন কুল৷ একনজরে অধিনায়ক ধোনির ১০০টি আইপিএল ম্যাচ জয়- চেন্নাই সুপার কিংস- ১৫২ ম্যাচে অধিনায়কত্ব করে ধোনি জিতিয়েছেন ৯৫ম্যাচ রাইজিং পুনে সুপারজায়েন্ট- ১৪ ম্যাচে অধিনায়কত্ব করে ধোনি জিতিয়েছেন ৫ ম্যাচ সবমিলিয়ে আইপিএলে ১৬৬ ম্যাচে অধিনায়কত্ব করে ধোনি জিতিয়েছেন ১০০ ম্যাচ৷ আরও পড়ুন- আইপিএলের চার বোলারকে বিশ্বকাপের নেটে ব্যবহার করবে ভারত ৩) জাদেজার ১০০উইকেট-স্পিনার হিসেবে চলতি আইপিএলে রেকর্ড রবীন্দ্র জাদেজার৷ এতদিন টুর্নামেন্টের ইতিহাসে স্পিনারদের মধ্যে, ৯২টি উইকেট নিয়ে শীর্ষে ছিলেন প্রজ্ঞান ওঝা৷ তাঁক টপকে ১০০টি উইকেট নিয়ে টুর্নামেন্টের ইতিহাসের সর্বাধিক উইকেটশিকারী স্পিনারের তালিকায় এক নম্বরে এখন জাদেজা৷ একনজরে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারী(স্পিনার)- জাদজো-১৬১ ম্যাচে ১০০ উইকেট৷ প্রজ্ঞান ওঝা-৯২ ম্যাচে ৮৯ উইকেট৷ অক্ষর প্যাটেল- ৭৩ ম্যাচে ৬৪ উইকেট৷ আরও পড়ুন- একনজরে আইপিএল পয়েন্ট টেবিল, কোন দল কোথায় দাঁড়িয়ে ৪) মুম্বইয়ের ২০০টি টি-টোয়েন্টি ম্যাচ– উনিশের আইপিএল মুম্বইয়ের নয়া রেকর্ড৷ আইপিএলে মুম্বই খেলেছে ১৭৮ ম্যাচ আর চ্যাম্পিয়ন্স লিগে খেলছে ২২ ম্যাচ সবমিলিয়ে ২০০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ফেলল মুম্বই ইন্ডিয়ান্স৷ আইপিএল ফ্রাঞ্চাইজিগুলির মধ্যে সবার আগে এই মাইলস্টোন ছুঁয়ে ফেলল মুম্বই ইন্ডিয়ান্স৷






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply