Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » বিক্ষোভে উত্তাল বিশ্বের বেশ কয়েকটি দেশ




নানা দাবিতে মঙ্গলবারও উত্তাল ছিল বিশ্বের বেশ কয়েকটি দেশের রাজপথ। এর মধ্যে, যুক্তরাষ্ট্রের টেক্সাসে পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ নারীর মৃত্যুর ঘটনায় আন্দোলন করেন বর্ণবাদবিরোধীরা। একই দিন, ইসরাইলে অনুষ্ঠিত সংগীত প্রতিযোগিতা 'ইউরোভিশন' বয়কটের দাবিতে বামপন্থীরা বিক্ষোভ করেন। একইদিন, জার্মানিতে জলবায়ু পরিবর্তন রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার জোড়ালো দাবি জানিয়ে মিছিল বের করেন পরিবেশবাদীরা। বাদ্যের তালে তালে এই নাচ আনন্দের নয় বরং প্রতিবাদ। মাত্র একদিন আগেই সুদানের খার্তুমে চলমান বিক্ষোভ মিছিলে গুলিতে নিহত হন ৫ জন। এ বিষয়ে সুদানের সামরিক কর্মকর্তাদের দোষারোপ করা হলেও অভিযোগ অস্বীকার করে দেশটির সেনাবাহিনী। এ ঘটনার পর মঙ্গলবারও বেসামরিক সরকারের হাতে ক্ষমতা তুলে দেয়ার দাবিতে বাদ্য বাজিয়ে, নেচে, গেয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ করেন দেশটির বহু নাগরিক। তারা বলেন, যারা ক্ষমতা হস্তান্তরের কথা দিয়েও তা নিয়ে গড়িমসি করছে তারা দেশের ভালো চাইতে পারে না। সুদান স্থিতিশীল হোক, নিরাপদ কোন, শান্তি ফিরে আসুক, তা নিশ্চয়ই তারা চায় না। ব্ল্যাক লাইফ ম্যাটারস শ্লোগানে আবারও সরব যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দেশটির টেক্সাস শহরে পুলিশের গুলিতে নতুন করে এক অন্তঃস্বত্তা নারীর মৃত্যুর ঘটনায় সড়কে নামেন বিক্ষুব্ধরা। তারা বলেন, আরও এক কৃষ্ণাঙ্গ নারী প্রাণ হারালেন। এমন কতো প্রাণ ঝরলে তবে বর্ণবাদ থামবে। এর কি কোন শেষ আছে? একই দিন বিক্ষোভ হয় ইসরাইলের রাজধানী তেল আবিবেও। সেখানে ইউরোভিশন নামের একটি গানের প্রতিযোগিতার সেমিফাইনালে ফিলিস্তিনিদের নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগ তুলে অনুষ্ঠানটি বয়কটের দাবি জানান বামপন্থীরা। এসময় তারা গাজায় একের পর এক হামলার ঘটনারও তীব্র প্রতিবাদ জানান। বিক্ষোভকারীরা বলেন, গাজায় রক্তপাত বন্ধ করতেই হবে। কিন্তু আমাদের সরকার সেখানে সংঘাত চলমান রাখার সবরকম চেষ্টাই করছে। গাজা উপত্যকার চিকিৎসা ব্যবস্থা ভয়াবহ। মানবিক সহায়তার বদলে সরকার সেখানে মানবিক সংকট সৃষ্টি করছে। দখলদারিত্ব বন্ধ করে ফিলিস্তিনি ও ইসরাইলিদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার দাবি জানাই আমরা। জার্মানির বার্লিন শহরে জলবায়ু বিষয়ক এক সম্মেলন সামনে রেখে বিক্ষোভ করেছেন দেশটির গ্রিনপিস সংগঠনের সদস্যরা। এসময় মিছিল বের করেন তারা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply