Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » অপরাজিত বাংলাদেশের ‘দুশ্চিন্তা’র নাম সাকিব




অপরাজিত বাংলাদেশের ‘দুশ্চিন্তা’র নাম সাকিব আয়ারল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে অপরাজিত থেকেই শুক্রবারের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। রানতাড়ায় আত্মবিশ্বাসী এমন জয়ের সঙ্গে যদিও যোগ হয়েছে কিছুটা দুশ্চিন্তা! ব্যাটিংয়ের মাঝপথে চোট নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন সাকিব আল হাসান। ফাইনাল নিয়ে ভাবনার বিষয়টা উইন্ডিজের বিপক্ষে আগের ম্যাচেই ঝেড়ে ফেলেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচটা ছিল একঅর্থে আনুষ্ঠানিকতার। সঙ্গে বিশ্বকাপের আগে পরীক্ষা-নিরীক্ষা সারারও। সুযোগটা কাজে লাগানো হয়েছে একাদশে চার পরিবর্তন নিয়ে নেমে। ফলটা মিলল ইতিবাচকই। ২৯৩ রানের বড় লক্ষ্যের জবাবে তুলে নেয়া গেছে একপেশে জয়। বুধবার ত্রিদেশীয় সিরিজের গ্রুপপর্বের শেষ ম্যাচে আয়ারল্যান্ডকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারানোর পথে ৪২ বল অব্যবহৃত রেখেছে বাংলাদেশ। এটিই বলে দেয় কতটা সাবলীল আর অবিচল ছিলেন টাইগার ব্যাটসম্যানরা। বোলিংয়ে ৫ উইকেট নেয়া রাহি হয়েছেন ম্যাচসেরা। পরে তামিম ৫৭, লিটন ৭৬ ও সাকিব ৫০ (আহত অবসর) তুলে নিয়েছেন ফিফটি।

a>
হেসে খেলে জয়টা এসেছে ঠিকই, কিন্তু দলের অন্যতম ভরসা সাকিবের ওভাবে মাঠ ছাড়ায় শেষপর্যন্ত উদযাপনটা হল কিছুটা মলিনই! বাংলাদেশের ইনিংসে ৩৬তম ওভারে প্রথম বলের পর পাঁজরের চোটে যেভাবে মাঠে শুয়ে কাতরাচ্ছিলেন সাকিব, সেটা দেখে বুক ধক করে ওঠার কথা টাইগার সমর্থকদের সকলেরই। কিছুটা গুরুতর যে ঘটেছে সাকিবের, সেটা বোঝা গেছে ৩৬ ওভার শেষে। ৫১ বলে ৫০ রান করা অলরাউন্ডার রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন। তাতে সিরিজে প্রথমবারের ব্যাটে নামার সুযোগ পেয়েছেন মোসাদ্দেক হোসেন। যদিও ১৪ রানের বেশি করতে পারেননি এ অলরাউন্ডার। তিনশো ছুঁইছুঁই লক্ষ্যে সহজ জয় পেতে অবশ্য একদমই কষ্ট হয়নি বাংলাদেশের। জয়ের রাস্তাটা আগেই সহজ করে গেছেন তামিম ইকবাল ও লিটন দাস, উদ্বোধনী জুটিতে ১১৭ রান তুলে। ৫৩ বলে নিজের ৪৬তম ফিফটি তুলে তামিম আউট হয়েছেন ৫৭ করে, ৯ চারে ইনিংস। সৌম্য সরকারের জায়গায় দলে সুযোগ পাওয়া লিটনও জ্বলেছেন এদিন। ম্যাক্কার্থির বলে বোল্ড হওয়ার আগে ৬৭ বলে খেলেছেন ৭৬ রানের দারুণ এক ইনিংস। ৯ চার ও এক ছয়ে সাজানো। তামিম-লিটনের দেখিয়ে যাওয়া রাস্তাকে চওড়া করেছেন মুশফিকুর রহিম ও সাকিব। তৃতীয় উইকেট জুটিতে দুজনে তুলেছেন ৬৪ রান। ৩৩ বলে ৩৫ করে আউট হওয়া মুশফিক আরেকটু ধরে খেললে ফিফটির দেখাও পেতে পারতেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply