Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » একসঙ্গে ছিলাম, আছি, থাকব’, ঈদ-জামাতে বার্তা মমতার




ভারতে আজ বুধবার উদযাপিত হচ্ছে খুশির ঈদ। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর এদিন সকাল থেকেই ঈদের আনন্দে মেতে উঠেছেন ভারতের মুসলিম সম্প্রদায়ের মানুষজন। সকালেই পশ্চিমবঙ্গের কলকাতার রেড রোডে ঈদের নামাজ পড়েন মুসল্লিরা। সকালে থেকেই কলকাতায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই চলে নামাজ আদায়। লাখো মুসল্লি এই নামাজে অংশ নেয়। কলকাতার রেড রোড ছাড়াও টিপু সুলতান মসজিদ, জাকারিয়া স্ট্রিট, পার্ক সার্কাস, খিদিরপুর, রাজাবাজারসহ বিভিন্ন এলাকার মসজিদে নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে একে-অপরকে আলিঙ্গন করে ‘ঈদ মোবারক’ জানিয়ে কুশল বিনিময় করেন। কলকাতা মহানগরী ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। ভারতের বিভিন্ন রাজ্যেও এদিন খুশির ঈদ উদযাপিত হয়। ঈদের আনন্দে এদিন মেঘলা আকাশকে উপেক্ষা করেই নতুন জামাকাপড় পরে মানুষ বেরিয়ে পড়েন। কেউ আত্মীয়ের বাড়িতে ঘুরতে যান, আবার কেউ প্রিয়স্থানে ঘুরতে বের হন। মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় ঈদ আনন্দে সামিল হতে দেখা যায় হিন্দুসহ অন্যান্য সম্প্রদায়ের মানুষজনকেও। এদিন সকালে কলকাতার রেড রোডে উপস্থিত হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হোক মানবতার’। এ সময় তিনি ‘জয় বাংলা’ ও ‘জয় ভারত’ ধ্বনি দেন।

মুসলিম সম্প্রদায়ের উদ্দেশে মমতা বন্দোপাধ্যায় বলেন, ‘বাংলায় আপনারা ন্যায়বিচার পাবেন। অনেকে অনেক কথা বলছে, তাতে কান দেবেন না। আপনারা বাংলাকে আশীর্বাদ করেছেন, সহযোগিতা করেছেন, আপনাদের কৃতজ্ঞতা জানাই।’ এদিন ঈদের জমাতে নাম না করে বিজেপিকে আক্রমণ করে মমতা বন্দোপাধ্যায় বলেন, ‘কখনো কখনো রোদের তেজ তীব্র হয়। কিন্তু পরে তা ফিকে হয়ে যায়। অনেকেই অনেক কিছু বলবেন, কিন্তু আপনারা গায়ে মাখবেন না। আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকব। সমস্যা হলে একযোগে রুখব। রেড রোডের ঈদের জমাতে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী জাভেদ খান, সাবেক সংসদ সদস্য ইদ্রিস আলী প্রমুখ। এদিকে মমতা বন্দোপাধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে লেখেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার। আসুন বৈচিত্র্যের মধ্যে ঐক্যের এই ধারাকে বজায় রাখি। একতাই সম্প্রীতি এটাই হোক আমাদের মন্ত্র।’ খুশির ঈদে কলকাতায় যেন কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কড়া নজরদারি চালাচ্ছে কলকাতা পুলিশ। কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা জানিয়েছেন, পুলিশ চূড়ান্ত সতর্ক অবস্থায় রয়েছে। পবিত্র ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply