Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » গেইল ফিরলেও লড়ছে উইন্ডিজ




ওকসের বলে থার্ডম্যানে ক্যাচ দিলেন ক্রিস গেইল। উড দৌড়ে এসে হাতে নিয়েছিলেনও। কিন্তু হাত ফসকে বের হয়ে যায়। ম্যাচের বয়স তখন মাত্র ছয় ওভার। সাউদাম্পটনে ইংলিশরা বেশ ভড়কেই যান ওই ক্যাচ মিস হওয়াতে। ম্যাচ না আবার বের হয়ে যায়! ব্যাটসম্যান যেখানে গেইল! ভয়টাকেই কিনা শক্তি করল মরগানের দল। চেপে ধরল ক্রিস গেইলকে। সেই গেইল জীবন পাওয়ার পর ছয় হাঁকিয়েছেন ঠিকই, তবে মাত্র একটি। ৪১ বলে ৩৬ রান করে প্লাঙ্কেটের বলে আউট হন তিনি। গেইলের আগেই অবশ্য লুইসকে দুর্দান্ত ইয়র্কারে বোল্ড করেন ওকস। গেইলের পর আউট হয়ে যান হোপও। প্রথম ২৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান তিন উইকেটে ১০৬ রান। বোলারদের মধ্যে ওকস, প্লাঙ্কেট ও উড একটি করে উইকেট পেয়েছেন। চলতি আইসিসি ক্রিকেট বিশ্বকাপে আজ শুক্রবার সাউদাম্পটনে বৃষ্টির আশঙ্কা মাথায় রেখে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হয়েছে। বৃষ্টির কারণে এবারের আইসিসি বিশ্বকাপ জৌলুস হারাচ্ছে। একের পর এক ম্যাচ পরিত্যক্ত করতে বাধ্য হচ্ছেন ম্যাচ অফিশিয়ালরা। ম্যাচ পরিত্যক্তের রেকর্ড গড়েছে এবারের ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বিশ্বকাপ। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। আজকের ম্যাচের আগ পর্যন্ত ইংল্যান্ড তিন ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে, হেরেছে একটি ম্যাচে। চার পয়েন্ট নিয়ে তালিকায় তাদের অবস্থান চতুর্থ। অন্যদিকে তিন ম্যাচে একটিতে জয় ও একটিতে হারা ক্যারিবীয়দের অন্য ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ফলে উইন্ডিজের পয়েন্ট ৩। পয়েন্ট তালিকায় তাদের অবস্থান ষষ্ঠতম। দুই দলেরই আছে শক্তিশালী ও বিধ্বংসী ব্যাটিং লাইনআপ। এখন পর্যন্ত বিশ্বকাপের সব ম্যাচেই তিনশর বেশি রান করেছে ইংল্যান্ড। অন্যদিকে ক্যারিবীয়রা প্রস্তুতি ম্যাচে চার শতাধিক রান স্কোরবোর্ডে তুলেছিল। ইংল্যান্ড একাদশ : জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, এউইন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জশ বাটলার (উইকেটরক্ষক), মার্ক উড, ক্রিস ওকস, আদিল রশিদ, লিয়াম প্লাঙ্কেট ও জোফরা আর্চার। ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, শিমরন হেটমেয়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), আন্দ্রে রাসেল, কার্লোস ব্রাথওয়েট, শ্যানন গ্যাব্রিয়েল, শেলডন কটরেল ও ওশান থমাস।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply