Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » গাজায় আবারো বিমান হামলা শুরু করেছে ইসরাইল




গাজায় হামাসের অবস্থান লক্ষ্য করে আবারো বিমান হামলা শুরু করেছে ইসরাইল। শুক্রবার (১৪ জুন) রাতে অবরুদ্ধ গাজা উপত্যকায় দফায় দফায় বিমান হামলা চালানো হয়। ইসরাইলের ভূখণ্ডে হামাসের রকেট হামলার প্রতিশোধ হিসেবে এ অভিযান চালানো হয়েছে বলে দাবি তেল আবিবের। এদিকে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে গাজার নিরীহ মানুষের ওপর বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়েছে হামাস। শুক্রবার রাতে যখন গভীর নিদ্রায় আচ্ছন্ন সাধারণ মানুষ। তখন ইসরাইলি বাহিনীর অতর্কিত বিমান হামলায় কেঁপে উঠে অবরুদ্ধ গাজা উপত্যকা। হামলার বিষয়টি নিশ্চিত কোরে এক টুইট বার্তায় ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী জানায়, হামাসের রকেট হামলার পাল্টা জবাব হিসেবে সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য কোরে বিমান হামলা চালিয়েছে তারা। এদিকে ইসরাইলের বিরুদ্ধে আগে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে হামাস বলছে, গাজা উপকূলে ফিলিস্তিনি জেলেদের ওপর প্রতিনিয়ত হামলা চালিয়ে আসছে দখলদার ইসরাইল। হামাসের মুখপাত্র হাজেম কাশেম বলেন, ইসরাইল গাজায় প্রতিনিয়ত আগ্রাসন চালিয়ে আসছে। মিশরের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল সেখানে ফিলিস্তিনি জেলেদের সুরক্ষা নিশ্চিতের কথা বলা হয়েছিল। ফিলিস্তিনির পরিস্থিতি ইসরাইল ক্রমেই জটিল করে তুলছে। এখানকার মানবিক সঙ্কট ক্রমেই বাড়ছে। এর আগে ইসরাইলের একটি শিক্ষা প্রতিষ্ঠানে রকেট হামলার জন্য হামাসকে দায়ী করে তেল আবিব। হামলায় একটি ভবন ক্ষতিগ্রস্ত হলেও এতে কোনো প্রাণহানি ঘটেনি। তবে হামাস বলছে, নতুন সরকার গঠনে ব্যর্থ হওয়ার পর আঞ্চলিক সহিংসতা ছড়িয়ে সুবিধা আদায় করতে চান ইসরাইলি প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply