Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » ঝুলে থাকা ভিসা আবেদন নিষ্পত্তি করবে ঢাকা-ইসলামাবাদ




ঈদের ছুটির পরই ঢাকা ও ইসলামাবাদের মধ্যকার ভিসা সংক্রান্ত জটিলতা দূর করে ঝুলে থাকা সরকারি ভিসার আবেদনগুলো নিষ্পত্তি করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয়েছে। ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর (প্রেস) মোহাম্মদ ইকবাল হোসেন ও তাঁর মেয়ের ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন পাকিস্তানের পক্ষ থেকে গতকাল সোমবার অনুমোদন দেওয়া হয়েছে, যা চার মাস ধরে ঝুলিয়ে রাখা হয়েছিল। গত বছরের নভেম্বরে ভিসা কর্মকর্তার পদ শূন্য হওয়ায় ভারপ্রাপ্ত হিসেবে ইকবাল ওই দায়িত্ব পালন করে আসছিলেন এবং নিজের ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন করেছিলেন। এ ছাড়া, ইকবালের স্ত্রী ও ছেলের ভিসাও একইদিনে (সোমবার) ঢাকার পাকিস্তান হাইকমিশন থেকে অনুমোদন দেওয়া হয়েছে। তাদেরও দীর্ঘ সময় ধরে ভিসা দেওয়া হচ্ছিল না। এর আগে আবেদনের পরিপ্রেক্ষিতে ইকবালের স্ত্রী ও ছেলেকে ভিসা নেওয়ার জন্য ঢাকার পাকিস্তানের হাইকমিশনে যেতে বলে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রেখে ভিসা না দিয়ে আবার পরবর্তী সময়ে যেতে বলা হয়। কূটনৈতিক সূত্র জানায়, এমন ঘটনা তাদের সঙ্গে তিনবার করা হয়েছে। গত ৩০ মার্চ ইকবালের ভিসার মেয়াদ শেষ হয়। কিন্তু পকিস্তানের পক্ষ থেকে ভিসা না দেওয়ায় তিনি মেয়েকে নিয়ে ইসলামাবাদে এবং তাঁর স্ত্রী-ছেলেকে নিয়ে ঢাকায় রয়েছেন। এদিকে ইসলামাবাদের এমন আচরণের প্রতিবাদ হিসেবে পরে পাকিস্তানের সব নাগরিককে বাংলাদেশের ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হয় বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়। তবে গত ২১ মে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সাংবাদিকদের কাছে এমন কোনো নির্দেশনা না দেওয়ার কথা জানান






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply