Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বিরাটের থেকে রোহিতের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার দাবি




মুম্বই: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর বিশ্বকাপ৷ বিরাট কোহলির নেতৃত্বে ট্রফি জিততে ব্যর্থ ভারত৷ প্রশ্ন উঠছে বিরাটের নেতৃত্ব নিয়ে৷ সীমিত ওভারের ক্রিকেটে বিরাটের থেকে রোহিত শর্মার হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দেওয়ার এটাই সেরা সময় কিনা, তা নিয়ে প্রশ্ন ছুঁড়ে দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন টেস্ট ওপেনার ওয়াসিম জাফর৷ ২০১৯ বিশ্বকাপ থেকে ভারত সেমিফাইনালে বিদায় নিলেও রোহিতের কাছে এই বিশ্বকাপ স্মরণীয় হয়ে থাকবে৷ ব্যাট হাতে একের পর রেকর্ড ভাঙেন ‘হিটম্যান’৷ সেমিফাইনালে ব্যর্থ হলেও লিগে ৮ ম্যাচে পাঁচটি সেঞ্চুরি হাঁকিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন টিম ইন্ডিয়ার এই ডানহাতি ওপেনার৷ এক বিশ্বকাপে সর্বাধিক সেঞ্চুরির মালিক হলেন রোহিত৷ এর আগে একটি বিশ্বকাপে সর্বাধিক চারটি সেঞ্চুরি ছিল শ্রীলঙ্কার প্রাক্তন ক্যাপ্টেন কুমার সঙ্গাকারার৷ পাশাপাশি মাত্র দ্বিতীয় বিশ্বকাপেই সচিন তেন্ডুলকরের সর্বাধিক ছ’টি সেঞ্চুরির রেকর্ডও ছুঁয়েছেন রোহিত৷ সচিন ৬টি বিশ্বকাপের ৪৫টি ম্যাচের ৪৪টি ইনিংসে ব্যাট করতে নেমে ৬টি সেঞ্চুরি করেন৷ আর রোহিত ২টি বিশ্বকাপে মাত্র ১৬টি ইনিংসে ব্যাট করতে নেমে ৬টি সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেন শুধু তাই নয়, চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত সর্বাধিক রানও এসেছে রোহিতের ব্যাট থেকে৷ ফাইনালে জো রুট ও কেন উইলিয়ামসন সেঞ্চুরি করতে না-পারলে সর্বাধিক রান সংগ্রাহক হিসেবে শীর্ষে থাকবে ‘হিটম্যান’৷ বিশ্বকাপে ব্যাট হাতে দুরন্ত পারফরম্যান্সের পাশাপাশি অতীতে দলকে নেতৃত্ব দিয়ে সফল হয়েছেন রোহিত৷ জিতেছেন ট্রফিও৷ সুতরাং বিরাটের হাত থেকে সাদা বলে টিম ইন্ডিয়ার নেতৃত্বের ব্যাট রোহিতের হাতে তুলে দেওয়ার সময় কিনা, তা নিয়ে প্রশ্ন তুলে টুইট করেন জাফর৷ প্রাক্তন ভারতীয় ওপেনার শনিবার টুইটারে লেখেন,‘সাদা বলে রোহিত হাতে ক্যাপ্টেনসি তুলে দেওয়ার এটাই সেরা সময়? আমি ব্যক্তিগতভাবে ২০২৩ বিশ্বকাপে রোহিতের হাতে নেতৃত্বের ব্যাটন দেখতে চাই৷’ দু’ বছর আগে ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হওয়ায় ট্রফি হাতছাড়া হয় বিরাটবাহিনীর৷ আবার সেই ইংল্যান্ড৷ ২০১৯ বিশ্বকাপে দারুণ করেও সেমিফাইনালে শেষ হয়ে যায় ভারতের লড়াই৷ এক নম্বরে লিগ শেষ করার পরও সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় কোহলি অ্যান্ড কোং৷ কিন্তু গত বছর এশিয়া কাপে দেশকে চ্যাম্পিয়ন করেন রোহিত৷ এর আগে শ্রীলঙ্কার স্বাধীনতা কাপেও দেশকে ট্রফি এনে দেন ‘হিটম্যান’৷এছাড়াও আইপিএলে নেতা হিসেবে মুম্বই ইন্ডিয়ান্সকে চারটি ট্রফি দিয়েছেন নেতা রোহিত৷






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply