Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » সভাপতি ফজলুল হক মন্টু সাধারণ সম্পাদক আলামিন হোসেন মেহেরপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন




বিপুল উৎসাহ উদ্দীপনা আর ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে মেহেরপুর প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বিকেল চারটার দিকে গণনা শেষে প্রতিদ্বন্দ্বীতা হওয়া তিনটি পদের ফলাফল ঘোষণা করেন প্রেসক্লাবের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার জেলা নির্বাচন অফিসার আহমদ আলী। সভাপতি পদে ফজলুল হক মন্টু (এসএটিভি)। সহ সভাপতি পদে ফারুক মল্লিক (দৈ: ইনকিলাব)। সাধারণ সম্পাদক পদে আলামিন হোসেন (বিটিভি), যুগ্ম সম্পাদক পদে মাজেদুল হক মানিক (আরটিভি এবং barta24.com), অর্থ সম্পাদক পদে জিএফ মামুন লাকি (আকাশ খবর), সাংগঠনিক সম্পাদক পদে বেন ইয়ামিন মুক্ত (মাছরাঙ্গা টিভি)। দপ্তর সম্পাদক পদে আবু সাঈদ (প্রথম আলো)। নির্বাহী সদস্য পদে মীর সউদ আলী চন্দন (সময় টিভি), হামিদুর রহমান কাজল (বৈশাখী টিভি) ও উম্মে ফাতেমা রোজিনা (এটিএন বাংলা ও এটিএন নিউজ) নির্বাচিত হয়েছেন। ভোটগ্রহণ হওয়া তিনটি পদের মধ্যে সহ সভাপতি পদে ফারুক মল্লিক ও মহাসিন আলী, অর্থ সম্পাদক পদে মনিরুল ইসলাম ও জিএফ মামলা লাকি। এবং দপ্তর সম্পাদক পদে মেহের আমজাদ ও আবু সাঈদ প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রেসক্লাব আহবায়ক রুহুল কুদ্দুস টিটু সঞ্চালনায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার আহমদ আলী। বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা তুহিন অরণ্য। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সদর উপজেলা নির্বাচন অফিসার কবির আহমেদ, জেলা সঞ্চয় অফিসার নজরুল ইসলাম। আইনশৃঙ্খলা রক্ষায় সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারার নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। এর আগে দুপুরে ভোটগ্রহণ পরিদর্শন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এ সময় তিনি বলেন, মেহেরপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের আনুষ্ঠানিকতা দেখে আমি অত্যন্ত মুগ্ধ। অত্যন্ত গণতান্ত্রিক পরিবেশে এবং বিধি-বিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, মেহেরপুরের উন্নয়নে, মেহেরপুরের মানুষের সমস্যা সমাধানে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মেহেরপুরের গণমাধ্যম কর্মীরা কাজ করে যাবে। তিনি সাংবাদিকদের মানোন্নয়নে এবং মেহেরপুর প্রেসক্লাব এর উন্নয়নে তার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সকাল ৪০ টা থেকে প্রেসক্লাবে ভোটগ্রহণ শুরু হয়। ৪১ জন ভোটারের মধ্যে ৪০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। দুপুর দুইটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ শেষে গণনা গণনা পূর্বক ফলাফল ঘোষণা করা হয়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply