Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ইউরোগেমসের জমকালো উদ্বোধন অনুষ্ঠিত




ইতালির রোমের অনুষ্ঠিত হয়ে গেলো ইউরোগেমসের জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠান। নাচ-গান, ফ্যাশন শো, অ্যাথলেটদের প্যারেডসহ নানা রকম আয়োজন নিয়ে মুখরিত হয়ে ছিলো রোমের ফন্তানে স্টেডিয়াম। এবারের ইউরোগেমসে প্রায় ৪ হাজার প্রতিযোগীর অংশ নেয়ার কথা রয়েছে। এবার ইতালির রোমে বসবে ইউরোগেমসের ১৭তম আসর। তার আগে রোমের ফন্তানে স্টেডিয়ামে হয়ে গেলো ইউরোগেমসের জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠান। সুইমিং, ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন ও টেনিসের মত জনপ্রিয় খেলাগুলো রয়েছে ইউরোগেমসে। প্রতি বছরের মত এবারো বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অ্যাথলেট এসেছে প্রতিযোগিতায় অংশ নিতে। এবারের আসরে মোট ৫৫টি দেশের অংশ নেয়ার কথা রয়েছে। যেখান থেকে সব মিলিয়ে আসরে অংশ নেয়া প্রতিযোগীর সংখ্যা প্রায় ৪ হাজার। শুরু থেকেই ইউরোগেমস আয়োজন করা হয় নির্দিষ্ট একটা উদ্দেশ্য নিয়ে। মজার বিষয় হলো এই গেমসে অংশ নেয়া প্রতিযোগী সাধারণ কোন নারী বা পুরুষ নয়। তৃতীয় লিঙ্গের বা সমাজে অবহেলিতরাই ইউরোগেমসের প্রতিযোগী। মূলত সুন্দর ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকারের প্রতিবাদ হিসেবে আয়োজন এই ইউরোগেমস। ইউরোগেমসের এক আয়োজক বলেন, ''খেলাধুলা শরীর স্বাস্থ্যকে ঠিক রাখে। ইউরোগেমস এমন একটা জায়গা। যেখানে কোন বর্ণ গোত্র বিষয় নয়। নারী পুরুষ যেকোনো লিঙ্গের অ্যাথলেট অংশ নিতে পারে। এতে সবার মধ্যে সবার সম্পর্ক ভালো হয়।'' আরেক আয়োজক বলেন, ''আমি তৃতীয় লিঙ্গের একজন মানুষ। কিন্তু আমি এই গেমসের অ্যাম্বাসেডর। অনেকে হয়তো অবাক হবে ভাবলে। কিন্তু সত্যিই বলতে খেলাধুলা এমন একটা জায়গা যেখানে কোন প্রতিযোগিতা বা শারীরিক অবক্ষয়তা মূল বিষয় নয়। একসাথে দলগত হয়ে কাজ করাটাই আসল।'' ১১ জুলাই শুরু হওয়া এই ইউরোগেমস চলবে ১৩ জুলাই পর্যন্ত।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply