Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » বিশ্বকাপ শেষ হয়ে গেল ভারতের




: ২৪০ রান তাড়া করতে নেমে শুরুতেই ফিরলেন রোহিত-কোহালি-রাহুল বিশ্বকাপ শেষ হয়ে গেল ভারতের। ফিনিশার ধোনিকেও দেখা গেল না।

বিশ্বকাপ অভিযান শেষ ভারতের। ধোনি-জাদেজার পার্টনারশিপ স্বপ্ন দেখিয়েছিল। ধোনি (৫০) রানে আউট হয়ে ফিরতেই ভারতের স্বপ্ন শেষ হয়ে গেল। চলতি বিশ্বকাপে মার্টিন গাপ্তিল একদমই ফর্মে ছিলেন না। গাপ্তিলের দুরন্ত থ্রো যখন উইকেট ভেঙে দিল, তখন ক্রিজে ঢুকতে আর পাঁচ সেন্টিমিটারের মতো বাকি ছিল ধোনির। ওই পাঁচ সেন্টিমিটারের জন্যই বিশ্বকাপ ফাইনালে আর যেতে পারল না বিরাট কোহালির ভারত। শেষ পর্যন্ত টিকে থাকলে ধোনি হয়তো ফিনিশার হিসেবে ধরা দিতেন। ধোনির আগে রবীন্দ্র জাডেজা অসম্ভবকে সম্ভব করার মরিয়া একটা চেষ্টা করেছিলেন। কিন্তু, দিনটা ভারতের ছিল না। ভারত থামল ২২১ রানে। ১৮ রানে জিতে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল নিউজিল্যান্ড। গতবারও ফাইনালে পৌঁছেছিল কিউয়িরা। মঙ্গলবার ৪৬.১ ওভারে কিউয়িরা করেছিল পাঁচ উইকেটে ২১১ রান। গতদিনের রানের সঙ্গে বুধবার নিউজিল্যান্ড যোগ করল আরও ২৮ রান। ২৪০ রান করলে ভারত পৌঁছে যাবে ফাইনালে। এই অবস্থায় ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয় নামে ভারতের ব্যাটিং লাইন আপে। দুরন্ত ছন্দে থাকা রোহিত শর্মাকে (১) ফেরালেন ম্যাট হেনরি। বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি হয়ে গিয়েছে হিটম্যান-এর। ইংল্যান্ড, বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে টানা তিনটি ম্যাচে সেঞ্চুরি করা রোহিত এ দিন আগেই ফিরে গেলেন। ল অফ অ্যাভারেজ মিলে গেল তাঁর ক্ষেত্রে। বিরাট কোহালিও আউট হলেন মাত্র এক রানে। লোকেশ রাহুলকে (১) ফেরান হেনরি। দীনেশ কার্তিক ২৫ বলে ৬ রানে আউট হন। ঋষভ পন্থ এবং হার্দিক পাণ্ড্য ধীরে ধীরে চাপ কাটিয়ে উঠছিলেন। স্যান্টনারের বলে মারতে গিয়ে আউট হন পন্থ (৩২)। পন্থের আউট হওয়ার ধরন দেখে সাজঘরে প্রচণ্ড রেগে যান কোহালি। পন্থের মতো একই ভাবে উইকেট ছুড়ে দেন পাণ্ড্য (৩১)। এ ভাবে যদি শুরুতেই উইকেট যায় সেমিফাইনালের মতো ম্যাচে, তা হলে কীভাবেই বা জেতা সম্ভব! তবুও ভারতকে ম্যাচে ফিরিয়েছিলেন ধোনি ও জাডেজা। জাডেজা এ দিন নিজেকে ছাপিয়ে যান। ধোনি ও জাডেজা ১১৬ রানের পার্টনারশিপ করেন। তবুও তাঁরা পারলেন না ভারতকে জেতাতে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply