sponsor

sponsor

Slider

বিশ্ব

জাতীয়

রাজনীতি

খেলাধুলা

বিনোদন

ফিচার

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » চলে যাচ্ছেন ওয়ালশও
বিশ্বকাপে বাংলাদেশের ফলাফল নতুন করে ভাবতে, পরিকল্পনা সাজাতে বাধ্য করেছে বিসিবিকে। প্রথম পরিবর্তনটা যে কোচিং স্টাফেই আসবে, তা অনেকটা নিশ্চিতই ছিলো। বিশ্বকাপ চলাকালীন হেড কোচ স্টিভ রোডসের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে গণমাধ্যমে। বেশ কিছু ম্যাচে পিচ নিয়ে তার পর্যবেক্ষণ, গেম প্ল্যানও ছিলো প্রশ্নবিদ্ধ। গণমাধ্যমে খবর আসে, চুক্তির মেয়াদ শেষ হবার ১ বছর আগেই বিদায় করে দেয়া হতে পারে তাকে। বিশ্বকাপ মিশন শেষে দল দেশে ফিরতেই আসলো ঘোষণা। দায়িত্ব নেয়ার এক বছরের মাথায়, সমঝোতার ভিত্তিতে বিদায় নিলেন রোডস। বিসিরি সঙ্গে সমঝোতার মাধ্যমেই বিদায় নিচ্ছেন তিনি। এরই মধ্যে শুরু হয়েছে নতুন কোচ খোঁজার প্রক্রিয়া। পরবর্তী বোর্ড সভায় আসতে পারে ঘোষণা। এদিকে চুক্তির মেয়াদ শেষ হওয়ায়, বিদায় নিতে হচ্ছে পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশকেও। তবে টিকে যাবার সম্ভাবনা আছে স্পিন কোচ সুনীল জোশির। মঙ্গলবার (৯ জুলাই) বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী সুজন বলেন, আপনারা এরিমধ্যে জেনেছেন যে, একটা সমঝোতার মাধ্যমে আমাদের চুক্তি বাতিল করছি। এর বাইরে দুয়েকজন কোচ যেমb, কোর্টনি ওয়ালশের সঙ্গে আমাদের চুক্তি ছিল এই বিশ্বকাপ পর্যন্ত। তার সঙ্গে চুক্তির মেয়াদ আমরা আর বাড়াচ্ছি না এবং টিম ফিজিওর সঙ্গেও আমরা আর চুক্তির মেয়াদ বাড়াচ্ছি না। স্পিন বোলিং কোচ সুনীল জোশির চুক্তির মেয়াদও শেষ হয়ে গেছে। তার ব্যাপারে জানতে চাইলে সুজন বলেন, সুনীল জোশির ব্যাপারে কথা হচ্ছে। এ ব্যাপারে আমরা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। ফিল্ডিং কোচের ব্যাপারেও বিষয়টা একইরকম। এ মাসেই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে জাতীয় দল। এই সফরে দলের সঙ্গে বর্তমান কোচিং স্টাফের মধ্যে যারা থেকে যাচ্ছেন তারা যাবেন। এছাড়া আর কাউকে সংযুক্ত করার দরকার হলে সেটাও করা হবে বলে জানান বিসিবির প্রধান নির্বাহী।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply