Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » চট্টগ্রামের কোতোয়ালী থানার সেবা প্রার্থীদের দ্বারে দ্বারে ওসি!




সেবা প্রার্থীদের দ্বারে দ্বারে ওসি! মানুষ থানায় আসতে নাকি লজ্জা পায়! আর ওসির কাছে যেতে ভয় পায়! মানুষের সেই লাজ ভাঙাতে আর ভয় কাটাতে চট্টগ্রামের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজেই গেলেন সেবাপ্রার্থীদের কাছে। বুধবার (১০ জুলাই) বিকেলে

চৌদ্দ জামতলা এলাকায় ‘হ্যালো ওসি’ বুথ নিয়ে হাজির হয়েছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। আর এ আয়োজনে মানুষও সাড়া দিয়েছে বেশ। এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘হ্যালো ওসি’ বুথে এসে মানুষ অভিযোগ জানিয়েছে। অপরাধমুক্ত এলাকা গড়তে সুন্দর কিছু প্রস্তাবও দিয়েছে। সমাধানযোগ্য বিষয়গুলো আমরা তাৎক্ষণিকই সমাধান করেছি। বাকিগুলোর ক্ষেত্রে আইনি সহযোগিতার আশ্বাস দিয়েছি। কোতোয়ালি থানাকে সবার আস্থা ও ভরসার কেন্দ্র করারও কথাও দিয়েছি। এ বিষয়ে কোতোয়ালী এলাকার বাসিন্দা সারুয়ারে আলম বলেন, ওসি সাহেব আমাদের কাছে এসে অভিযোগ শুনছেন। তারপর সমাধান দিচ্ছেন। এ উদ্যোগটি ব্যতিক্রম মনে হয়েছে। এতে করে মানুষের পুলিশের প্রতি যে ভীতি আছে তা অনেকটা কমে আসবে। জামতলা এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, আজ প্রাণ খুলে কথা বলেছি ওসি সাহেবের সঙ্গে। মাদকসহ এলাকার নানা সমস্যার কথা জানিয়েছি। অনুষ্ঠানে একজন সুপথে ফেরার শপথ করেন। আরেকজন সুপথে ফেরার আবেদন করেছেন। পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মহসিন জানিয়েছেন, পুলিশ সেবা সপ্তাহে ‘হ্যালো ওসি’ নামে একটা বুথ খুলেছিলাম। তাতে মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। মানুষ নির্ভয়ে আমাদের কাছে তাদের সমস্যা বলেছিলেন। আমরা চাই সে ধারা অব্যাহত থাকুক। তাই প্রতিটি এলাকাতেই এখন হ্যালো ওসি বুথ খোলা হবে। সেখানে সবাই নির্ভয়ে সমস্যার কথা বলতে পারবেন। পাশাপাশি জবাবদিহিও করতে পারেন আপনাদের ওসিকে। তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় কোতোয়ালীর সব বিট এলাকায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply