Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » এএফসি কাপে এবার বাংলাদেশ থেকে অংশ নেবে দুটি দল'




এএফসি কাপে এবার বাংলাদেশ থেকে অংশ নেবে দুটি দল'

ক্লাবগুলোর সঙ্গে আলোচনা আর সমঝোতার ভিত্তিতেই আসন্ন মৌসুমের দলবদলসহ সকল কার্যক্রমের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে বিতর্কের কোন সুযোগ নেই। জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। সঙ্গে এই ইস্যুতে কয়েকটি ক্লাব দলবদল বর্জনের যে হুঁশিয়ারি দিয়েছে, তাও ধোপে টিকবে না বলেও মত তার। এদিকে আগামী মৌসুমে এএফসি কাপে বাংলাদেশ থেকে অংশ নেবে দুটি দল। নিশ্চিত করেছে বাফুফের সাধারণ সম্পাদক। সবকিছু ঠিকঠাক থাকলে খালি চোখে ৮ মাসও বাকি নেই বাফুফে নির্বাচনের। নির্বাচনকে ঘিরে জমে উঠেছে দু-পক্ষের কথার লড়াই। প্রতিপক্ষকে হুমকি-পাল্টা হুমকি-ও দিচ্ছেন অনেকেই। এই যেমন গেল সোমবার (৮ জুলাই) বাংলাদেশ ফুটবল ক্লাবস অ্যাসোসিয়েশনের সভায় অভিযোগ করা হয় বাফুফের ট্রান্সফার ফির অনিয়ম, ম্যাচ ফিক্সিং, বাজে রেফারিং কিংবা পক্ষপাতমূলক আচরণ নিয়ে। এমনকি লিগ চলাকালীন দলবদলের তারিখ যদি পরিবর্তন করা না হয় তবে, সংগঠনটির পক্ষ থেকে হুঁশিয়ার করা হয়' বর্জন করা হবে চলমান লিগ। যদিও বাফুফে বলছে ভিন্ন কথা। সাধারণ সম্পাদকের মতে আসন্ন লিগের দলবদলের সময় নিয়ে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা করা হয়েছে সবগুলো ক্লাবের সঙ্গে আলোচনার ভিত্তিতেই। এ নিয়ে বিভ্রান্তির কোন সুযোগ নেই। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, 'সকলের সাথে কথাবার্তা বলে, সকলের মতামত নিয়ে বাফুফে বোর্ডের অনুমোদন নিয়ে ক্যালেন্ডার বানানো হয়েছে।' এদিকে গেলবার এএফসি কাপে বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে ঢাকা আবাহনী অংশ নিলেও আসছে মৌসুমে বাড়ছে দলের সংখ্যা। প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল ছাড়াও প্লে অফে অংশ নেবে রানার্সআপ দলটি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply