Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মেসি, রোনালদো, ফন জিকের একজন হবেন উয়েফা বর্ষসেরা




গত মৌসুমের জন্য উয়েফা বর্ষসেরা ফুটবলারের লড়াই হবে এবার বার্সেলোনার লিওনেল মেসি, জুভেন্টাসের ক্রিস্টিয়ানো রোনালদো ও লিভারপুলের ভার্জিল ফন জিকের মধ্যে। বৃহস্পতিবার তিনজনের সংক্ষিপ্ত তালিকা দিয়েছে উয়েফা। আগামী ২৯ আগস্ট মোনাকোতে হবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আসন্ন মৌসুমের ড্র। সেখানেই মেসি-রোনালদো-ফন জিকের একজনের হাতে উঠবে সেরার পুরস্কার। আর্জেন্টিনার জার্সিতে হতাশ করলেও বরাবরের মতো গত ক্লাব মৌসুমও দারুণ কেটেছে মেসির। বার্সেলোনাকে লা লিগা জিতিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ও কোপা ডেল রের ফাইনালে তুলেছেন। ব্যক্তিগত নৈপুণ্যে আছে লিগে সর্বোচ্চ ৩৬ গোল করে পিচিচি ট্রফি ও ইউরোপিয়ান গোল্ডেন শু জয়ের স্মৃতি। উয়েফা সেরার গত আসরে সর্বোচ্চ ১২ গোলও তারই। রোনালদো সেখানে জুভেন্টাসে পা দিয়ে প্রথম মৌসুমটা দারুণ কাটিয়েছেন। তুরিনের বুড়িদের টানা অষ্টম সিরি আ শিরোপা জেতাতে ভূমিকা রেখেছেন। লিগে ২১ গোল তার, সব ক্লাব প্রতিযোগিতা মিলে সেখানে ২৮ গোল নামের পাশে। পর্তুগাল জার্সিতে উয়েফা নেশন্স লিগ জিতেছেন। যার সেমিফাইনালে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন। তিনবার উয়েফা বর্ষসেরা হওয়া রোনালদো ২০১১তে পুরস্কার চালুর পর থেকে টানা সংক্ষিপ্ত তালিকায় আছেন। মেসি দুবার ইউরোপ সেরার এ খেতাব জিতেছেন। সেখানে গত মৌসুমে লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ টাইটেল জেতাতে বড় ভূমিকা রাখা ডাচ ডিফেন্ডার ফন জিক প্রথমবার ছোট্ট তালিকায় জায়গা পেলেন। মেয়েদের বর্ষসেরার জন্য তিনজনের তালিকায় জায়গা পেয়েছেন ইংল্যান্ডের লুসি ব্রোঞ্চে, তার দুই লিওন সতীর্থ এডা হের্জেবার্গ ও অ্যামান্ডিন হেনরি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply