Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » কিউইদের অলআউট করে স্বস্তিতে নেই লঙ্কানরাও




আগেরদিন আকিলা ধনঞ্জয়ার ঘূর্ণিতে হাঁসফাঁস করছিল নিউজিল্যান্ড। লঙ্কান স্পিনার পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন। গল টেস্টের দ্বিতীয় দিনে সেটির জবাব আরেক স্পিনারেই দিল কিউইরা। শ্রীলঙ্কাকে অস্বস্তিতে ফেলে দিয়ে ৫ উইকেট নিয়েছেন সফরকারী স্পিনার এজাজ প্যাটেলও। শ্রীলঙ্কা সফরে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ২৪৯ রানে গুটিয়ে গেছে নিউজিল্যান্ড। আগেরদিন বৃষ্টির কারণে ২২ ওভার থাকতেই খেলার ইতি টেনেছিলেন আম্পায়াররা। নতুন দিনে আর মাত্র ১৫ ওভার টিকতে পেরেছে কিউইরা। ৫ উইকেটে ২০৩ রানে দিন শুরু করে যোগ করতে পেরেছে আর ৪৬ রান। বৃহস্পতিবার পরে নিজেদের প্রথম ইনিংসে ভালো শুরুর পরও ২২৭ রান তুলতে ৭ উইকেট হারিয়ে দিন শেষ করেছে শ্রীলঙ্কা। এখনও পিছিয়ে আছে ২২ রানে। তৃতীয় দিনে নিরোশান ডিকেভেল্লা ৩৯ ও সুরঙ্গা লাকমাল ২৮ রানে লিডের লড়াইয়ে নামবেন। লাহিরু থিরিমান্নেকে (১০) দ্রুত হারানোর পর এদিন কুশল মেন্ডিসকে নিয়ে ৩৯ রানের জুটি গড়ে ধাক্কা সামলান দিমুথ করুনারত্নে। কিন্তু ইনিংস বড় করতে পারেননি স্বাগতিক অধিনায়ক, ফিরেছেন ৩৯ করে। প্যাটেলের বলে এলবিডব্লিউ হয়ে। ফিফটি করা মেন্ডিসকে (৫০) পরে টেলরের ক্যাচ বানিয়েছেন প্যাটেলই। এরপর ধনঞ্জয়া ডি সিলভা (৫) ও আরেক ফিফটিম্যান অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুজকে (৫০) সাজঘরে ফেরার কিউই স্পিনার। পূর্ণ করেন পাঁচ উইকেট শিকার। ৩০ বছর বয়সী স্পিনার দ্বিতীয়বার ইনিংসে পাঁচ উইকেট নিলেন। এদিন ৭৬ রান খরচায় ধ্বস নামান লঙ্কান ইনিংসে। এরমাঝেই ট্রেন্ট বোল্ট ১ রান করা কুশল পেরেরাকে, আর আকিলা ধনঞ্জয়াকে রানের খাতা খোলার আগেই সমারভিল সাজঘরের পথ দেখালে বিপদে পড়ে স্বাগতিকরা। সকালে আগেরদিনের ৮৬ রানে ব্যাটিংয়ে আসা রস টেলর কোনো রান যোগ করতে পারেননি নামের পাশে, লাকমালের বলে উইকেটরক্ষক ডিকেভেল্লাকে ক্যাচ দেন। শেষদিকে বোল্টের ১৮ রানে আড়াইশর কাছে যায় কিউইরা। ধনঞ্জয়া আগের দিন নিউজিল্যান্ডের হারানো ৫টি উইকেটই নিয়েছিলেন। এদিন উইকেটের দেখা পাননি। নতুন দিনের সকালে ৪ উইকেট তুলে নিয়ে লেজ মুড়ে দেন সুরঙ্গা লাকমাল। সাউদি হয়েছেন রানআউট।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply