Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » তাজিয়া মিছিল দেখতে মানুষের পদচারণায় মুখর সৈয়দপুর




আজ ১০ই মহররম, পবিত্র আশুরা। নীলফামারীর সৈয়দপুরে ৪৭টি ইমামবাড়ায় তাজিয়া বসানোর পর নিয়াজ-ফাতেহা শেষে গত রাতেই বের করা হয় তাজিয়া মিছিল। অনুষ্ঠান নির্বিঘ্ন করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ইয়া হাসান ইয়া হোসেন ধ্বনিতে মুখরিত আকাশ বাতাস। ইমামবাড়াগুলোয় তাজিয়া বসানো শেষে শুরু হয় নিয়াজ ফাতেহা। শোকের গানে তুলে ধরা হয় কারবালার বেদনাবহুল স্মৃতি। রঙ-বেরঙের নিশান সাজিয়ে ঢোলের তালে লাঠি খেলার দল নিয়ে বের হয় তাজিয়া মিছিল। সোমবার বিকেল থেকেই ইমামবাড়াগুলোতে জড়ো হতে থাকে ভক্তরা। মানত আর অন্যায়ের প্রতিবাদের নিশান চড়ান ইমামবাড়ায়, ফাতেহা পাঠ করান ও সিন্নি বিতরন করেন। গভীর রাত পর্যন্ত চলে তাজিয়া মিছিল, ঢোল বাজানো ও লাঠি খেলা। ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল দেখতে হাজারো মানুষের পদচারণায় মুখরিত সৈয়দপুর। ইমামবাড়ার আশপাশে বসেছে ছোট ছোট মেলা। যেকোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের থেকে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জানিয়েছেন নীলফামারী সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজান পাশা। মঙ্গলবার বিকাল ৪ টায় পাইক মিছিল নিয়ে প্রতিকী কারবালায় যেয়ে আখেরী মোনাজাতের পর আশুরার অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply