Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » নেইমারের শাস্তি কমলো




গত চ্যাম্পিয়ন্স লিগে রেফারিকে কটুকথা বলে তিন ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন নেইমার। শুনানি শেষে পিএসজি ফরোয়ার্ডের শাস্তি এক ম্যাচ কমিয়ে এনেছেন কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট। গত ৬ মার্চ চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে দ্বিতীয় লেগে নিজ মাঠে ৩-১ গোলের হার দেখেছিল ফরাসি জায়ান্ট পিএসজি। চোটের কারণে সেই ম্যাচে দলের বাইরে ছিলেন নেইমার। প্রথম লেগটি প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে জিতেছিল নেইমারের দলই। দ্বিতীয় লেগে ৯৪ মিনিটে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি দামির স্কোমিনা। পরে স্পটকিকে গোল করেন মার্কাস রাশফোর্ড। রাশফোর্ডের সেই গোলই গড়ে দেয় ব্যবধান। ৩-৩ গোলে সমতায় থাকলেও অ্যাওয়ে গোলের ব্যবধানে বিদায় নিশ্চিত হয় পিএসজির। রেফারির এমন সিদ্ধান্তকে সহজভাবে নিতে পারেননি নেইমার। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, ‘এটা অপমানজনক। এই চারটা লোক যে (রেফারি) ফুটবল সম্পর্কে কিছুই জানে না, সেটা রিপ্লে দেখেই বোঝা গেল।’ নেইমারের এমন মন্তব্য মোটেও সহজভাবে নেয়নি উয়েফা। মন্তব্যের জেরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা দেয় সংস্থাটি। শাস্তি কমানোর জন্য পরে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে আবেদন করে পিএসজি। সেই আবেদনের প্রেক্ষিতে নেইমারের শাস্তি এক ম্যাচ কমিয়ে দিলেন আদালত। শাস্তি কমলেও রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে পিএসজির প্রথম ম্যাচে খেলা হবে না নেইমারের। খেলতে পারবেন না গ্যালতাসারাইয়ের বিপক্ষেও। ক্লাব ব্রুগের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলতে পারবেন এ ফরোয়ার্ড।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply