Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » টেস্ট খেলায় আগ্রহ নেই সাকিবের!




}
চট্টগ্রাম টেস্ট চলাকালীন বেশ কয়েকবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। যেখানে টেস্টে নেতৃত্ব দেওয়া নিয়ে অনীহা প্রকাশ করেন তিনি। বাংলাদেশ দলের বর্তমান অবস্থার কারণে অনেকটা বাধ্য হয়েই টেস্টে নেতৃত্ব দেন বলে জানান বিশ্বসেরা অলরাউন্ডার।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের শেষ দিনও টেস্টে অধিনায়কত্ব না করার কথা বলেছেন সাকিব। তাঁর এমন মন্তব্য নিয়ে দুদিন ধরে বেশ সমালোচনা হচ্ছে। বিষয়টি নিয়ে কিছুটা বিরক্ত বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও। সাকিবের এই অনীহার পেছনে টেস্ট খেলতে না চাওয়ার মানসিকতাকে দায়ী করছেন বোর্ড সভাপতি।
আজ বুধবার বিভিন্ন ইস্যু নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন নাজমুল হাসান পাপন। সাকিবের টেস্ট অধিনায়কত্ব প্রসেঙ্গ তিনি বলেন, ‘বেশ কিছুদিন থেকে আমরা দেখছি টেস্টের ব্যাপারে তাঁর (সাকিব) তেমন আগ্রহ নেই। বিশেষ করে আমাদের দল যখন বাইরে যায় তখন টেস্টের জন্য সে  ছুটি চায়। হয়তো এই ফরম্যাটটা নিয়ে ওর আগ্রহটা কম। তবে  অধিনায়কত্ব নিয়ে ওর আগ্রহ কম আছে, এটা কখনো শুনিনি। অধিনায়ক হলে তো টেস্ট খেলতেই হবে। অধিনায়ক না হলে না খেলে পারা যায়। এই কারণে হয়তো অধিনায়কত্বের কথাটি এসেছে।’
বিসিবি সভাপতি আরো বলেন, ‘ সাকিব আমাদের অনেক সার্ভিস দিয়েছে। আমরা মনে করি, আমাদের হাতে যে অপশনগুলো আছে তাদের মধ্যে থেকে সে সেরা। এখন পর্যন্ত সে আমাদের কিছু বলেনি। আমি গতকাল ওর সঙ্গে বসেছিলাম, সেখানে এমন কোনো আলোচনা হয়নি। এখন একটি সিরিজ চলছে, আমার মনে হয় এখনই এটি নিয়ে কথা বলা উচিত নয়। প্রসঙ্গ উঠলে অবশ্যই আলোচনা করতাম। সাকিব আমাদের সঙ্গে যখন বলবে, তখন সেটা ভাবা যাবে। আসলে এখন মন খারাপ, হঠাৎ করে আফগানিস্তানের সঙ্গে হারল, আর আমাদের ছেলেরা তো একটু আবেগি, তাই হয়তো বলে ফেলেছে






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply