Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » রাষ্ট্রমন্ত্রীকে-কটূক্তি--সাতক্ষীরার-ডেপুটি-জেলার-বরখাস্ত




স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি করার অভিযোগ এনে সাময়িক বরখাস্ত করা হয়েছে সাতক্ষীরা জেলা কারাগারের ডেপুটি জেলার জলি মেহেজাবিন খান ওরফে ডলি আক্তারকে।
রোববার সন্ধ্যায় এ সংক্রান্ত একটি চিঠি পৌঁছেছে সাতক্ষীরা জেলা কারাগারে। বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা কারাগারের জেলার তুহিন কান্তি খান বলেন, ‘ডেপুটি জেলারকে কারা অধিদপ্তরে ক্লোজড করা হয়েছে।’
জেলা কারাগারের একটি সূত্র জানায়, গত ১ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গাজীপুরের কাসিমপুর কেন্দ্রীয় কারাগারে ৫৬তম ব্যাচ কারারক্ষী বুনিয়াদি কোর্সের শপথগ্রহণ অনুষ্ঠান ও সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন। এই অনুষ্ঠানের ধারাভাষ্যকার ছিলেন ডেপুটি জেলার জলি মেহেজাবিন খান।
এই অনুষ্ঠানের একটি ছবি জলি মেহেজাবিন খান তাঁর নিজের ফেসবুক আইডি থেকে পোস্ট করেন। সেখানে ‘মন্ত্রী’ বানান ভুল হওয়ায় তা শোধরানোর জন্য এক ফেসবুক ফ্রেন্ড তাঁকে অনুরোধ করেন। তার জবাব দিতে গিয়ে ডেপুটি জেলার স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন।
সাতক্ষীরা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক আবু জায়েদ বলেন, ‘মন্ত্রী সম্পর্কে  কটূক্তির বিষয়টি সরকারের নজরে আসে। পরে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।’
জলি মেহেজাবিন খানের ফেসবুক আইডিতে গিয়ে দেখা যায়, গত ৩ সেপ্টেম্বর তিনি একটি পোস্ট দেন। সেখানে শারমিন ববি নামের একজন মন্তব্য করেন, ‘আফা মন্ত্রী বানানটা একটু ঠিক করে দেন, না হলে কিন্তু মাননীয় মন্ত্রী মাইন্ড খাইতে পারে।’
এ কমেন্টের উত্তরে জলি মেহেজাবিন খান লিখেন, ‘আমি চাটুকারিতা একদম পছন্দ করি না আফা (আপা), চাকরি করি জেলখানায়, এরকম বহু নামি-দামি ব্র্যান্ড ভেতরে আসলে বিলাই (বিড়াল) হয়ে যায়... যাই হোক, স্পেলিং মিসটেক হয়েছে এবং সেটা অনিচ্ছাকৃত।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply