Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » মেহেরপুরে যুবকেরা স্বেচ্ছায় ভৈরব নদীর পাড় দিয়ে তালবীজ বপণ করেছে




মেহেরপুরে ভৈরব নদীর পাড়ে সেচ্ছায় তাল বীজ বপণের উদ্যোগ প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত ও পরিবেশের ভারসাম্য রক্ষায়,

। শুক্রবার (১৩ সেপ্টেম্বর/১৯ইং) শুক্রবার বিকাল মেহেরপুর সদর উপজেলার, মেহেরপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কালাচাঁদপুর ভৈরব নদী ব্রীজের পূর্ব পাশে, ভৈরব নদী পাড়ের উত্তর-দক্ষিণ পার্শ্ব ঘেঁষে প্রায় ১কিঃমিঃ জুড়ে তাল গাছের বীজ বপণ করে। এ কর্মসূচির উদ্বোধন করেন উপ সহকারী কৃষি অফিসার – চায়না পারভিন, ব্লক: পৌরসভা মেহেরপুর সদর। অন্যন্যাদের মাঝে উপস্থিত ছিলেন- মোঃ মিরাজুল ইসলাম (মিরাজ) মাষ্টার।সংক্ষিপ্ত বক্ততব্যে উপ সহকারী কৃষি অফিসার বলেন- তালবীজ বপণের ফলে একদিন তালগাছ অর্থাৎ পাহাড়ী গাছে পরিণত হবে। এবং এই পাহাড়ী গাছগুলোই প্রাকৃতিক বজ্রপাত ও প্রাকৃতির ভারসাম্য রক্ষা করবে। মেহেরপুর সদর উপজেলার মেহেরপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কালাচাঁদপুরের কৃতি সন্তান স্বেচ্ছাসেবক এবং “গাছ লাগান যত্ন নিন, জীবন ও পরিবেশ বাঁচান আন্দোলন” কর্মসূচির আহ্বায়ক ও পরিচালক এবং সাহিত্য পত্রিকা “মোমেনশাহী দর্পণ”র সহ-সম্পাদক- এম.সোহেল রানা বলেন- “ক্ষুদ্র ক্ষুদ্র ভালো কাজই একদিন বড় আকারের রূপ ধারণ করবে”। এ ধরনের পাহাড়ী গাছ গুলোতেই বজ্রপাত ও প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। গাছ লাগান যত্ন নিন, জীবন ও পরিবেশ বাঁচান এবং শুধুমাত্র গাছ লাগালে হবে না, যথাযথ গাছের যত্ন ও পরিচর্যা নিতে হবে। তবেই তো গাছটি বেড়ে উঠবে। বিশেষ করে, গাছ লাগানো এমন একটা গুরুত্বপূর্ণ কার্যক্রম একজন মানুষের জন্য দু’জগতেরই (ইহকাল-পরকাল) পূণ্যতা অর্জন করা সম্ভব। গাছটি বেঁচে থাকবে যত কাল পর্যন্ত প্রাণীকুল উপকৃত হতে থাকবে।ুউক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন- মোঃ শফি, মফিজুল ইসলাম, মুরাদ আলী, নাসিম, পলাশ মিয়া, সুজন, ইজার আলী, হাবিবুল, শিমুল, দিনাজুল, সোহেল রানা-২, আলফাজ, সুজন মিয়া, জিহাদ, শ্রাবণ, পাপ্পু, শোভন, শাকিব, মিরাজ , মহিরুল, ফিয়াজ, আবেদ, ফয়সাল প্রমূখ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply