Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » পেসারদের আগুনঝরা দিন




জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের তৃতীয় দিনে বলে আগুন ঝরিয়েছেন বরিশাল বিভাগের পেসার কামরুল ইসলাম রাব্বি। আগুনঝরা স্পেলে টপাটপ তুলে নিয়েছেন উইকেট। শেষপর্যন্ত নামের পাশে যোগ করেছেন ৬ উইকেট। অন্যদিকে রাজশাহী বিভাগের প্রথম ইনিংস থেকে ৫ উইকেট তুলে নিয়েছেন ঢাকা বিভাগের ১৯ বর্ষী পেসার সুমন খান।

রাজশাহীতে টায়ার-২ এর ম্যাচটিতে দ্বিতীয় দিন পর্যন্ত খেলা হয়েছিল সবে ৩১ ওভার। তাতে ৩ উইকেটে ৬৮ রান তোলে সিলেট বিভাগ। তৃতীয় দিনে রাব্বির তোপে সেই দলটি প্রথম ইনিংসে গুটিয়ে যায় মাত্র ৮৬ রানে। আগেরদিনের অপরাজিত জাকির হাসান এদিন আর কোনো রান যোগ না করে ৩২-এর ঘরে ফেরেন। আরেক অপরাজিত, অধিনায়ক অলক কাপালি আরও ১০ রান যোগ করে ১৮ রানে থামেন। বাকিদের মধ্যে চলে আসা-যাওয়ার মিছিল। বরিশালের পেসার রাব্বি আগেরদিন ২ উইকেট নিয়েছিলেন। এদিন নিয়েছেন আরও ৪টি। সবমিলিয়ে ১৬.১ ওভারে ২৪ রানে ৬ উইকেট দখলে ২৭ বছর বয়সী পেসারের। প্রথম শ্রেণির ক্রিকেটে তার সেরা বোলিং। আগের সেরাটি ৬৫ রানে ৫ উইকেটের। বৃষ্টিতে প্রথম দুদিনের অনেকটা খেলা ভেস্তে যাওয়ায় পরে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলে ইনিংস ঘোষণা করেছে বরিশাল বিভাগ। ৫০.৩ ওভারে ৮ উইকেটে ২৩১ তুলে ইনিংস ছাড়েন অধিনায়ক ফজলে মাহমুদ। ওপেনার শাহরিয়ার নাফীস ৬৩, রাফসান আল ৩৩, অধিনায়ক ফজলের ৭০ রানে এই সংগ্রহ জমায় বরিশাল। সিলেটের হয়ে রেজাউর রহমান ৩টি ও অলক কাপালি ২টি করে উইকেট নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও অবশ্য স্বস্তিতে নেই সিলেট। তৌফিক খান (০) ও রাহাতুল ফেরদৌসকে (১১) হারিয়ে শেষবেলায় আবারও চাপে দলটি। এ দুই উইকেটের একটিও অবশ্য রাব্বি পাননি, গেছে নুরুজ্জামান ও তৌহিদুলের ঝুলিতে। ৮ উইকেট হাতে নিয়ে এখনও ১১৮ রানে পিছিয়ে আছে সিলেট। বরিশাল শেষদিনে চাইবে ঝটপট উইকেট। হাতে পুরো একটি দিন। ঢাকা-রাজশাহী ফতুল্লায় টায়ার-১ এর ম্যাচটিতে প্রথম ইনিংসে ২৪০ তুলে অলআউট হয়েছিল ঢাকা বিভাগ। জবাব দিতে নেমে রাজশাহী বিভাগ দ্বিতীয় দিন শেষ করেছিল ১৭৩ রান নিয়ে ৬ উইকেট হাতে রেখে। শনিবার ১৯৭ রানে নিজেদের প্রথম ইনিংসে গুটিয়ে গেছে রাজশাহী। পরে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২০৬ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে ঢাকা। রাজধানীর দলটি লিড নিয়েছে ২৪৯ রানের। রাজশাহীর প্রথম ইনিংস থেকে ৫ উইকেট তুলে নিয়েছেন ঢাকার ১৯ বর্ষী পেসার সুমন খান। সালাউদ্দিন শাকিল নিয়েছেন ৩টি উইকেট। দ্বিতীয় ইনিংসে নেমে রনি তালুকদার ২০, জয়রাজ শেখ ৩০, রাকিবুল হাসান ৬৫, তাইবুর রহমানের অপরাজিত ৬৭ রানে বড় লিড জমায় ঢাকা। প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়া রাজশাহীর স্পিনার তাইজুল এই ইনিংসে ৩ উইকেট ঝুলিতে জমিয়েছেন, ২টি উইকেট গেছে ফরহাদ রেজার দখলে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply