Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » আবরারের বাড়িতে কোনো সংঘর্ষ হয়নি: পুলিশ




নিহত বুয়েটছাত্র আবরারের গ্রামের বাড়ি কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে আবরারের পরিবারের সদস্যদের ধস্তাধস্তির ঘটনাকে অতিরঞ্জিত করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করা হচ্ছে দাবি করে কুষ্টিয়া জেলা বিশেষ শাখার পুলিশ সুপার একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন। বুধবার (০৯ অক্টোবর) রাতে পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কবর জিয়ারত শেষে তার বাবা ও আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করে ভিসি মহোদয় ঢাকায় ফিরে যান। কিন্তু কিছু মহল এ ঘটনাকে অতিরঞ্জিত করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছে যে পুলিশের সাথে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষ ঘটেছে। এরকম কোন ঘটনাই ঘটেনি। এধরণের ভিত্তিহীন সংবাদ প্রচার অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বুয়েট ভিসি আবরারের পরিবারের সঙ্গে দেখা করতে এবং তার কবর জিয়ারত করতে গেলে এলাকাবাসী বিক্ষোভ দেখায়। এ সময় ভিসিকে আবরারের পরিবারের সঙ্গে দেখা করতে বাধা দেয় এলাকাবাসী। এ কারণে বুয়েট ভিসি কবর জিয়ারত শেষে আবরারের বাড়িতে ঢুকতে পারেননি। এরপর ভিসি ফেরার জন্য গাড়িতে উঠে রওয়ানা হলে রাস্তা রোধ করে শুয়ে পড়েন আবরারের ফুফাতো ভাইয়ের স্ত্রী তমা। এসময় নারী পুলিশ সদস্যরা তাকে সেখান থেকে সরিয়ে নেয়ার সময় ধস্তাধস্তি হয়। এসময় পুলিশ তমাকে মারপিট করছে বলে খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়; তারা ভিসির ওপর চড়াও হন। এসময় পুলিশ উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণের চেষ্টা করলে ধস্তাধস্তিতে আবরার ফাহাদের ভাই ফায়াজসহ তিনজন আহত হন। তবে আবরার ফাহাদের ভাই ফায়াজ দাবি করেছেন, পুলিশ তার গায়ে হাত তুলেছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply