sponsor

sponsor

Slider

বিশ্ব

জাতীয়

রাজনীতি

খেলাধুলা

বিনোদন

ফিচার

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » ক্যানসারে বাবাকে হারিয়েছিলেন সানি লিওনি
বলিউডের সুশ্রী নায়িকা সানি লিওনি। ক্যানসারে আক্রান্ত হয়ে তার বাবা মারা যাওয়ার দুঃসহ সময়ের বর্ণনা দিলেন এ অভিনেত্রী। সম্প্রতি একটি ক্যানসার বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠানে অংশ নেন সানি লিওনি। সেখানেই নিজের কঠিন অভিজ্ঞতার কথা জানালেন সানি। তার মত অভিজ্ঞতা যাতে আর কারও না হয়, সেই লক্ষ্যেই সচেতনতা বৃদ্ধি করতে চান সানি। সানি বলেন, ক্যানসারের মতো রোগে বাবাকে হারিয়েছি আমি। এ রোগকে খুব কাছ থেকে দেখেছি। তাই সবার মধ্যে ক্যানসার নিয়ে আমি সচেতনতা বাড়াতে চাই। ২০১০ সালে ক্যানসারে বাবাকে হারিয়েছি। সেই সময়টা খুবই কঠিন ছিল। শুধু অনুষ্ঠানে অংশ নেয়াই নয়, সেখানে নিজের আঁকা বেশ কিছু ছবিও নিলামে তোলেন সানি। পুরো টাকাটাই ক্যানসার নিয়ে গবেষণা ও রোগীদের চিকিৎসার জন্য বিশেষ তহবিলে দান করেন তিনি। নায়িকা বলেন, যারা আজ আমাদের সঙ্গে আর নেই, তাদের স্মৃতির উদ্দেশে এ প্রচেষ্টা। আমার তুলির প্রতিটা টানে আমি তোমাদের কথা ভেবেছি। তবে শুধু টাকা তোলাই নয়। নিজের বিশাল ভক্তকে ব্যবহার করে ক্যানসারের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে চান সানি। সানির জীবন নিয়ে করা বায়োপিক করণজিত-এ নিজেরই চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেখানেও তার বাবার ক্যানসারে জর্জরিত হওয়ার বিষয়টি উঠে আসে। সেই প্রসঙ্গে সানি বলেন, ওয়েব সিরিজে যারা আমার মা-বাবার চরিত্রে অভিনয় করেছিলেন, তারা হয় তো আমার সত্যিকারের মা-বাবা নন। কিন্তু আমার অভিনয়ের সময়ে অনুভূতিগুলো পুরোপুরি সত্যিকারের ছিল। সানি জানান, অভিনয়ের সময়ে বাবার ক্যানসার ও মায়ের কফিনবন্দি দেহ সামনে নিয়ে অভিনয় করতে গিয়ে বার বার তার জীবনের ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়েছে। আর তাতেই তার নিজের জীবন ও ক্যান্সার সম্পর্কে আত্মউপলব্ধি হয়।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply