Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » মেহেরপুরে আসামী হত্যার অভিযোগে জেলার সহ ৩ জন কারাগারে




মেহেরপুর জেলখানায় আসামি হত্যার দায়ে মেহেরপুর জেলখানার সাবেক জেলার মোঃ আক্তার হোসেন, সাবেক প্রধান কারারক্ষীর আলামিন ও গঞ্জের আলীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরের দিকে ওই মামলার আসামিরা মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত জামিনের আবেদন করলে বিচারক জেলা ও দায়রা জজ এসএম আব্দুস সালাম তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জেলার মোঃ আক্তার হোসেন শেখ বর্তমানে পিরোজপুর জেলখানার জেলার, আলামিন যশোর জেলখানার প্রধান কারারক্ষীর দায়িত্ব পালন করছেন এবং গঞ্জের আলী অবসরে গেছেন। বৃহস্পতিবার তিন আসামি আদালতে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষেও কৌশলী ছিলেন পিপি পল্লব ভট্টাচার্য এবং আসামিপক্ষে কৌশলী ছিলেন ইয়ারুল ইসলাম। মামলার বিবরণে জানা গেছে মেহেরপুর জেলা গাংনী উপজেলার বলিয়া ঘাট গ্রামের জামিরুলকে ২০০৬ সালে ৩ অক্টোবর একটি মাদক মামলায় আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হয়। এরপর ১৭ আক্টোবর তারিখে জামিরুলের জেলখানায় মৃত্যু হয়। জেলার মোঃ আক্তার হোসেন শেখ সে সময় জানান, আসামী জামিরুল জেলখানায় গলায় গামছা পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ ঘটনায় আসামীর স্ত্রী একটি মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত শেষ হলেও তদন্ত রিপোটে বলা হয় বিষয়টি রহস্যজনক । এর পর মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়। সিআইডি যশোর অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার রেশমা শারমিন বিষয়টি প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করেন। তিনি তার তদন্ত রিপোটে উল্লেখ করেন নির্যাতনের ফলে আসামী মৃত্যুবরণ করেছেন। আসামী নির্যাতন ও হেফাজতে মৃত্যু আইন ২০১৩ এর ১৫ ধারায় মামলা রেকর্ড করা হয়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply