Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ভালো করতে পারিনি; এটা আমারই ব্যর্থতা’




প্রথম তিন ম্যাচে ছিলেন খরুচে। পাননি উইকেটও। একাদশে সুযোগ মেলেনি আর। তাসকিন আহমেদের জায়গায় রংপুর রেঞ্জার্সের পেস আক্রমণে মোস্তাফিজুর রহমানের সঙ্গী ১৯ বছরের তরুণ মুকিদুল ইসলাম মুগ্ধ। বিপিএলের গত আসরের সেরা পেসার তাসকিন এখন ম্যাচ পেতে সুযোগের অপেক্ষায়। শুরুর তিন ম্যাচে বোলিং যে ভাল হয়নি সেটি মানছেন তাসকিন নিজেও। ‘সত্যি কথা বলতে দুই-একটা আলগা বল হয়েছে তাতে বাউন্ডারি হয়েছে। চট্টগ্রামে উইকেট এমন যে ভালো বলেও বাউন্ডারি এসেছে। সবমিলিয়ে ব্যাটিংবান্ধব উইকেটে এবারের বিপিএল, সব বোলারই মোটামুটি খরুচে। আমি চেষ্টা করবো সামনে সুযোগ পেলে… যদিও এটা (ব্যাটিংবান্ধব উইকেট) অজুহাত হতে পারে না। আমি আসলে নিজে ভালো করতে পারিনি; এটা আমারই ব্যর্থতা।’ বিজ্ঞাপন বিজ্ঞাপন ‘আসলে কিছুটা দুঃখজনক শেষ তিনটা ম্যাচ খেলার সুযোগ হয়নি। এটা আসলে ক্যারিয়ারের অংশই। সামনে সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চেষ্টা করবো। এছাড়া যে তিনটা ম্যাচ খেলেছি উইকেট পাইনি; এটা নিয়ে আসলে মন খারাপ করে বসে থাকলে হবে না। অনুশীলনে চেষ্টা করছি উন্নতির। আশা করছি সামনে সুযোগ পেলে কাজে লাগাতে পারবো।’ রংপুর ৬ ম্যাচে জিতেছে মাত্র একটি। শেষ চারের আশার বাতি নিভু নিভু করলেও ভালো খেলার দিকেই ফোকাস করছে দলটি। তাসকিন জানান যে ভাবনা নিয়ে সামনের পথে হাঁটবে তার দল। ‘টপ ফোরে খেলতে হলে আমাদের সব ম্যাচই জিততে হবে। পরের ম্যাচগুলোতে নিজেদের সব ঢেকে দিয়ে, আক্রমণাত্মক খেলতে হবে। প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেই সাথে শেন ওয়াটসন আছে এখন তাকেও আমরা সমর্থন দিয়ে যাচ্ছি, আমরা জুনিয়র যারা আছি। সেও আমাদের ভয়ডরহীন ক্রিকেট খেলতে উৎসাহ দিচ্ছে। আসলে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো ভালো খেলতে






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply