Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » পাকিস্তানে চলে যাও’ বলা পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রীর নির্দেশ




ভারতে কয়েকজন মুসলিম আন্দোলনকারীকে লক্ষ্য করে ‘পাকিস্তানে চলে যাও’ বলে যে পুলিশ কর্মকর্তা সাম্প্রদায়িক মন্তব্য করেছিলেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভারতীয় কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নাখভি জানিয়েছেন, মিরাটের ঘটনার ভিডিওতে উত্তর প্রদেশের যে পুলিশ কর্মকর্তাকে সাম্প্রদায়িক মন্তব্য করতে দেখা গেছে, তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার উত্তর প্রদেশের মিরাটে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে হওয়া সহিংস বিক্ষোভ মোকাবিলা করতে গিয়ে এমন মন্তব্য করেন ওই পুলিশ কর্মকর্তা। এনডিটিভির পাওয়া মোবাইল ফোন ভিডিওতে মিরাটের পুলিশ কর্মকর্তা অখিলেশ নারায়ণ সিংহকে বলতে শোনা যায়, ‘পাকিস্তানে চলে যাও’। সংবাদ সংস্থা এএনআইকে এই বিষয়ে মুখতার আব্বাস নাখভি বলেন, ভিডিওতে যা শোনা গেছে, তা যদি সত্যি হয়, তবে নিন্দনীয়। তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, পুলিশ বা জনতা; হিংসা যেই ছড়াক সেটা মেনে নেওয়া যায় না। কোনো গণতান্ত্রিক দেশে এটা হতে পারে না। পুলিশের দেখা উচিত, যারা নিরপরাধ তাদের যেন কোনোভাবে ভুগতে না হয়। সেদিনের ভিডিওতে দেখা যায়, মিরাটের পুলিশ সুপার অখিলেশ নারায়ণ সিং একটি সরু গলিতে হাঁটছেন। এসময় তিনি দাঙ্গা পুলিশের পোশাক পরিহিত ছিলেন। তার সঙ্গে আরও কয়েকজন পুলিশ সদস্যকে হাঁটতে দেখা গেছে। বিজ্ঞাপন বিজ্ঞাপন অখিলেশ নারায়ণ সিং হাঁটতে হাঁটতে কয়েকজন মুসলিম তরুণের সামনে গিয়ে থামেন। এসময় তাকে বলতে শোনা যায়: ‘কোথায় যাবে? এই গলি আমি ঠিক করবো।’’ এসময় তাদের মধ্য থেকে একজন জবাব দেন: ‘আমরা কেবল আমাদের নামাজ পড়ছিলাম’। তখন পুলিশ সুপার বলেন: ‘সে ঠিক আছে। তবে তোমাদের যারা কালো আর নীল ব্যাজ পরে আছে, তাদেরকে পাকিস্তানে চলে যেতে বলো। পুলিশ কর্মকর্তা ক্ষুব্ধ দৃষ্টিতে কমপক্ষে তিনবার মুসলিমদের কাছে ফিরে এসে বলেন: এক এক করে আমি সবাইকে জেলে পুরে দেব। একেবারে শেষে তাকে বলতে শোনা যায়: ‘আমি সবাইকে শেষ করে দেব’। এই বিষয়ে পুলিশ কর্মকর্তা অখিলেশ বলেন: অসামাজিক কিছু লোক পাকিস্তানপন্থী বক্তব্য দিচ্ছিলেন। আমরা সবাই ওখানে দেখতে এসেছিলাম যে কারা পাকিস্তানপন্থী বক্তব্য রাখছেন। অখিলেশের শব্দচয়ন আরও ভালো হতে পারতো বলে মন্তব্য করেছেন তার সিনিয়র পুলিশ কর্মকর্তা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply